শুনুন আগামীকালকের রায়

লিখেছেন লিখেছেন আজব মামা ১৭ জুলাই, ২০১৩, ০২:৩৪:৪১ রাত

কি আছে দুনিয়াতে খাও দাও ঘুমাও এটাই হচ্ছে হাসিনার চিন্তা ভাবনা। আগামীকালকের রায় এই রকম হবে সন্ধেহর ভিতিতে আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ সাহেব কে ফাঁসির রায় দিবে হাসিনার আদালত। আমার মনে হয় হাসিনা জানেনা দুনিয়ার বাহিরে আরেকটা আদালত আছে আর ঐ আদালতে হাসিনার পক্ষের কোন সাক্ষী পাওয়া যাবেনা। ঐ খানে আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ সাহেব হবে বাদী আর হাসিনা হবে আসামী দুনিয়ার আদালতে হাসিনা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ সাহেবকে হয় ফাঁসি দিবে না হয় যাবত জীবন জেল দিবে আর পরকালে হাসিনাকে আল্লাহ দিবে জাহান্নাম সেই খান থেকে হাসিনা এই মাইক্রো সেকেন্ড এর জন্য মাফ পাবেনা। তাই হাসিনা সময় থাকতে ভালো হয়েযা।

আর নাহলে আজব মামা পরকালে তোর বিরৌদ্দে সাক্ষী দেবে।

বিষয়: রাজনীতি

১১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File