যার তুলনা হয় না The great man Billah Abujarah ( Hafidzahullah Ta'ala ) Chairman of Ansarul Ulama
লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৩ নভেম্বর, ২০১৮, ০১:৪৪:১৪ দুপুর
সদাহাস্য, অমায়িক আচরণের জন্য খ্যাত ব্যক্তিটি কালো চশমার ফ্রেমে বন্দি চোখে দুষ্টুমির ঝিলিক দিয়ে আজ আমার স্বপ্নজালে এসেছিলেন ☺ কাউকে বেশী ভাবলে নাকি তার প্রতিচ্ছায়া স্বপ্নাদেশে বেসে আসে, হয়তো এজন্যই আজ স্বপ্নরূপে এসেছিলেন ☺ বেশী ভাবার কারণ, উনার প্রতি হিংসা নয় আমার ঈর্ষা হয়। চাচার মত আমি পারিনা, পারিনা চাচার মত দিন বছর যুগ ধরে মায়া মমতা দরদীর প্রতি ভালবাসার মত অসম্ভব কাজ করতে।
আমারও কিন্তু ইচ্ছা করে চাচার মত প্রতিদিন একটা করে ভালো কাজ করি। সেটা হতে পারে এলাকার বৃদ্ধ এবং দরিদ্র কোন মানুষকে একবেলা ভরপেট খাওয়ানো, কিংবা পথশিশুদের জামাকাপড় কিনে দেয়া! মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার। মানবতার সব কাজে পাশের থাকার, জাতির অগোচরে একজন সেবক হওয়ার। সবকিছুই করা সম্ভব, যদি আপনার আমার চাচার মত সদিচ্ছাটুকু থাকে।
উনার সীমাহীন ভালোবাসা আর এই ভালোবাসা ভুলে যাওয়াও সম্ভব নয়। কারণ মনের গভীরে সবসময়ই ভালোবাসার স্বীকৃতি পাওয়ার ক্ষীণ আশার প্রদীপ জ্বলতে থাকে সব সময় এই মানুষটির প্রতি।
একজন মানুষ কি এমনি এমনি বড় হয়? তাঁর তো গুণ বা বিশেষত্ব আছে বলেই তো আজ তিনি আমাদের কাছে পুষ্প আর পরশ চাদরে আছেন।
এই প্রিয় মানুষটি কে গভীরভাবে জানতে হলে বুঝতে হলে অন্তর্দৃষ্টি প্রয়োজন। যে অন্তর্দৃষ্টি দিয়ে এ গুণীজনকে অনুভব করা যাবে সীমাহীন এক ভালোবাসায়। সবার মাঝে তিনি বেঁচে থাকুন আরও সুদীর্ঘকাল।
হযরত মাওঃ বিল্লাহ আবু যারাহ কর্তৃক প্রতিষ্ঠিত আনসারুল
উলামা
বিষয়: আন্তর্জাতিক
৮৪৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দ্বীন। আনসারুল উলামার প্রেসিডেন্ট,
সিলেট সদরঘাট আনোয়ারে মদীনা
হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ব্রিটেন
প্রবাসী হাফেজ মাওলানা মুতাছিম বিল্লাহ
( বিল্লাহ আবুযারাহ)
বিল্লাহ আবুযারাহ সত্য সুন্দর মানবতার জন্য
নিবেদিত প্রাণের শ্রেষ্ট উপমা।ইসলাম
মুসলিম দেশ জাতী ধর্মের জন্য তাঁর চিন্তা
চেতনা অনন্য মহিমায় সমোজ্জ্বল।
মন্তব্য করতে লগইন করুন