ভালো থাকুক সব বাবারা !!

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৫:৩৯ রাত

Diabetic Foot রোগে বাবা আক্রান্ত,

অসুস্থ বাবা কে নিয়ে এতদিন দৌড়ের উপর ছিলাম, হয়তো আরোও চলবে..



এই কয়েকদিনে..

- ডায়াবেটিস হার্ট কেয়ার ডায়গনষ্টিক সেন্টার এন্ড মেডিকেল সার্ভিস ।

- স্টেডিয়াম মার্কেট ।

- আরোগ্য পলি ক্লিনিক।

- ল্যাব এইড হাসপাতাল।

- পপুলার ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল লিমিটেড ।

- এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ।

অবশেষে ওসমানী মেডিকেলে ভর্তি হতেই হয়েছিল !!

হসপিটালে চারদিন !!

নাম শুনলেই কেমন আঁতকে উঠি।

এমনিতেই কারোর বিপদ হলে এক-দুই ঘণ্টার জন্য হসপিটালে যাওয়া পড়ে। কিন্তু আমি আধা ঘণ্টাও হসপিটালে থাকতে পারি না। আমার দম বন্ধ হয়ে আসে। অস্থির লাগে। কখন সেখান থেকে বের হবো সেই চিন্তা করি। আর সেখানে বাবাকে নিয়ে ছিলাম চার'টা দিন !!

বুঝতেই তো পারছেন কোন অবস্হায় ছিলাম সারকারি হাসপাতালে ( শুধুমাত্র বাবার ভালো'র জন্য ) আরো একটু দেরি হয়ে গেলে হয়তো বাবার জীবনের অনেক কিছু ক্ষতি হয়ে যেত, আল্লাহ মাফ করেছেন !!



কোন সন্তান চায় না তার বাবার ক্ষতি হউক, চিকিৎসার কোন কমতি হউক। বাবার কাচাকাছি থাকতে পারলেই আমার ভাল লাগে, আমি শান্তি পাই, আমার হাড়ভাঙা খাটুনি সার্থক হয়, জীবনটা অর্থবহ মনে হয়।

আপনজনের অসুস্থতা আর মৃত্যুতে আমিও কাঁদি, সে কান্না আমার চোখে জলের স্রোত হয়ে নামে না, ঝর্না হয়ে রয়ে যায় অন্তরালে। সাদা অ্যাপ্রনের ভিতরটাতে এমন হাজারো কান্নার আনাগোনা নিয়ে তবু আমি নিজের সাথে যুদ্ধে নামি আবার নতুন করে...

যদি একটিও অঙ্গ বা প্রাণ বাঁচাতে পারি - এই আশায় !!



আল্লাহ পাক যেন তাড়াতাড়ি বাবাকে সুস্থতা দান করেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া । হসপিটালে আর যেন না যেতে হয় আল্লাহর কাছে প্রার্থনা করছি। এখনও করে যাচ্ছি। ভালো থাকুক সব বাবারা, আল্লাহ তায়ালা সবাইকে সুস্থতা ও সফলতা দান করুন। বিপদ-আপদ থেকে রক্ষা করুন !!

বিষয়: Contest_priyo

১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File