মাওলানা সা'দ আজ প্রত্যাখ্যাত কেন?

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১১ জানুয়ারি, ২০১৮, ০৯:১০:০৫ রাত

ক্বওমি দেওবন্দি তথা আহলে হক্ব উলামা অনুসারীসহ তৌহিদী জনতা আবারও প্রমাণ করলো। আমরা কোন ব্যাক্তির পূজা করিনা। যেটা করে থাকে কথিত আহলে হাদীস, লা-মাজহাবী, বেদআতী রেজবীরা। কিন্তু আমরা যখনই কোন ব্যাক্তি কুরআন ও হাদীসের মনগড়া ব্যাখ্যা করে তখনই তাকে প্রত্যাখ্যান করে থাকি। সে যতবড় আলেম হোক না কেন? তার কোন ছাড় নেই। এভাবেই প্রত্যাখ্যাত হয়েছিলো আবুল আলা মওদুদী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ডা: জাকির নায়েক। আজ হচ্ছে মাওলানা সা'দ। বাকী তাওবা'র দরজা সবসময়ই খোলা। আমি সা'দ সাহেবকে বিনীত স্বরে বলবো আপনি দেওবন্দে যান। আমাদের আকাবির আসলাফদের সাথে বসে সমাধান করুন। তাওবা করুন। দাওয়াত ও তাবলীগের ময়দানে আপনি আমাদের মাথার মুকুট ছিলেন। আবারও আপনাকে মাথায় তুলে নেবো। তবে শর্ত শুধুমাত্র আপনার তাওবা !!

বিষয়: আন্তর্জাতিক

৯৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384688
১২ জানুয়ারি ২০১৮ সকাল ০৮:১০
শেখের পোলা লিখেছেন : কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে বলেছেন;-"দুনিয়া যতই এগিয়ে চলে আমরা ততই বসে, বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরান হাদীশ চষে"।এ অভ্যাস ছেড়ে আমরা বেরুতে পারব কিনা জানিনা।
384689
১২ জানুয়ারি ২০১৮ দুপুর ০১:৩৩
কুয়েত থেকে লিখেছেন : আপনার কাজে বা কর্মে যদি বাতিলরা খুশি হয় তাহলে বুঝতে হবে আপনি ও বাতিল ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File