শীতের আমেজ ☺

লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৩ অক্টোবর, ২০১৭, ১১:৪৭:৩৭ সকাল

রাজধানীসহ সারাদেশে শীতের অনেকটা আমেজ শুরু হয়েছে। ভোররাতে হালকা ঠাণ্ডা আর সকালের মৃদু শীত শীত ভাব বলে দিচ্ছে দড়জায় কড়া নাড়ছে শীতের আগমনী বার্তা। সেই সাথে ভোরের মিষ্টি রোদে মাঠের সবুজ ঘাসের গায়ে লেপ্টে থাকা শিশির বিন্দুর ঝলকানি শীতের সকালের কথা মনে করিয়ে দিচ্ছে নগরবাসীকে। এছাড়া রোববার থেকে রাজধানীসহ সারাদেশে নাতিশীতোষ্ণ ভাব বিরাজ করছে। যা দীর্ঘদিনের ভ্যাপসা গরমের পর দেশবাসীর মনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। গত বৃহস্পতিবার থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত টানা তিনদিনের বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শেষে শীতের আমেজের এমন দৃশ্য অনেকেরই চোখে পড়েছে। রাজনধানী ও দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চল থেকে শীতের আগমনি খবর পাওয়া গেছে। ‘শীতকাল কি শুরু হয়ে গেছে? কেমন যেন শীত শীত লাগছে।’ রোববার সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরেই স্ত্রী ও স্কুল পড়ুয়া তিনজনের মুখ থেকে একই প্রশ্ন শুনলেন ধানমন্ডি অরচার্ড প্লাজার রেডিমেট গার্মেন্টস ব্যবসায়ী সুলতান আহমেদ। প্রশ্ন শুনে কিছুটা অবাকই হলেন তিনি। কারণ একই প্রশ্ন তিনি মার্কেটের একাধিক দোকানদার ও রাস্তায় দেখা হওয়া এক বন্ধুর কাছ থেকেও শুনেছেন। তবে এখনই শীত আসছে না। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, গত এক সপ্তাহের তুলনায় রাজধানীতে তাপমাত্রার পরিমাণ হ্রাস পেয়েছে। বিশেষ করে গত দুদিনের বৃষ্টিতে তাপমাত্রা অনেক হ্রাস পাওয়ার কারণে শীত শীত অনুভূত হচ্ছে। তবে এটা শীত নয় বলে জানান তিনি। আবহাওয়া অধিদফতরের পরিসংখ্যান অনুসারে গত চারদিন রাজধানীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ বিশ্লেষণে দেখা গেছে, ১৯ অক্টোবর সবোর্চ্চ ৩৪ ও সর্বনিম্ন ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ২০ অক্টোবর সর্বোচ্চ ৩০ দশমিক ৫ ও ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ২১ অক্টোবর ২৯ দশমিক ২ দশমিক ও সর্বনিম্ন ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ২২ অক্টোবর সর্বোচ্চ ২৫ দশমিক ৭ ও সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, গত ক’দিনের বৃষ্টিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি নেমে এসেছে। ফলে মানুষ ঘরে বাইরে শীতকালের মতো ঠাণ্ডা পরিবেশ অনুভব করছেন। আগামী দুই একদিনের মধ্যে তাপমাত্রার পরিমাণ বাড়বে। নভেম্বরের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে কিছুটা শীত নামতে শুরু করবে বলে তিনি মন্তব্য করেন।

বিষয়: আন্তর্জাতিক

৮০১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384263
২৩ অক্টোবর ২০১৭ সন্ধ্যা ০৬:০৬
সন্ধাতারা লিখেছেন : It's knocking the door
384266
২৩ অক্টোবর ২০১৭ সন্ধ্যা ০৬:২০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আগে ৬ সিজন ইন বাংলাদেশ থাকলেও এখন ২ সিজন ইন বাংলাদেশ। আর শীতের মজাও আগের মত নাই।
384274
২৩ অক্টোবর ২০১৭ রাত ০৮:৫৩
হতভাগা লিখেছেন : শীত শীত লাগে তো গরম গরম লাগে

গরম গরম লাগে তো শীত শীত লাগে
384477
২৩ নভেম্বর ২০১৭ রাত ১২:৫৫
Mujahid Billah লিখেছেন : ﻫﺎﻧﻲ ﻋﺰﻳﺰ
384480
২৩ নভেম্বর ২০১৭ রাত ০১:১৩
কুয়েত থেকে লিখেছেন : লেখাটির জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File