হারিয়ে ফেলেছি আমার সেই মিষ্টি শৈশব

লিখেছেন লিখেছেন Mujahid Billah ২১ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:৫৪:৩৫ বিকাল

হারিয়েছি মীনা, রাজু আর মিঠুকে। টেলিভিশন খুললে এখন ডোরিমন এর গ্যাজেট এর বিস্ময়কর কত কারিক্রম! জাপানী চিত্র আর হিন্দি ভাষার জনপ্রিয়তায় চুপসে গেছে ঠাকুরমার ঝুলি আর গোপাল ভাঁড়। বড্ড সরলতায় ভরা ছিলো সেই আমাদের শৈশবকাল, আলিফ লায়লার দৈত্য আর জ্বীন দেখে হতাম ভয়ে কুপোকাত। অথচ আজকালকার শিশুরা নির্ভয়ে খেলায় মগ্ন ভূতের ছবির থ্রী-ডি , তারা জানে এগুলো আধুনিক যন্ত্রের কারসাজি। ব্যাটারীর খেলনার ভীরের মাঝে হারিয়েছে আমার সেই মাটির পুতুল ।

এখন আধুনিক সমাজে ফুলদানিতে

শোভা পায় প্লাস্টিকের রঙ্গীন ফুল।

নাগরদোলার স্থানটা আজ

রোলার কোস্টার এর দখলে।

কানামাছি, গোল্লাছুট আর সুলতানা -বিবিয়ানা কবেই তলিয়ে গেছে ডিজিটাল সভ্য সমাজের যাতাকলে।

রঙ্গীন মলাটে মোড়া গল্পের বই

আজ মোবাইল আর ট্যাব এর ভেতর।

খাকি পড়া পিওন এর দু'চাকার

সাইকেল এর ঘন্টিটা ক্রিং ক্রিং বাজিয়ে আর

হলুদ খামে চিঠি দিতে আসেনা,

প্রিয়জনদের চিঠি তো আজ

নীল -সাদা চ্যাট বাক্সে বন্দি।

এ যুগের কিশোররা ঘুড়ির বদলে আকাশে

রিমোট কন্ট্রোল হ্যালিকপ্টার উড়ায়।

এখন তো ঝালমুড়ি আর আচার

রঙ্গীন প্যাকেটেও পাওয়া যায়।

শহরের ফ্ল্যাটে বন্দি তরুণীরা আজ

বাথরুমের শাওয়ার এ ভিজে বৃষ্টিতে

ভেজার শখ মেটায়।

দিন বদলের পালায় পুরো পৃথিবী আজ নেমেছে ম্যারাথন এর প্রতিযোগিতায়।

অবশিষ্ট মানবতা এখন যাদুঘরে

রাখা আছে কোনো কাঁচের ডিবায়।

ছোটবেলায় পড়া সুফিয়া কামাল এর

"আজিকার শিশু" কবিতা টা মনে পড়ে যায়।

বিষয়: সাহিত্য

১০৫১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384039
২১ সেপ্টেম্বর ২০১৭ সন্ধ্যা ০৭:০৬
ইমরান বিন আনোয়ার লিখেছেন : পুরো লেখাটিই ভেতরের অব্যক্ত বেদনাকে নির্মমভাবে সজাগ করে তুলেছে। আধুনিকতা, সভ্যতা, এসবের ভিড়ে সরলতা ও মানবিকতা কবেই নিজেকে হারিয়ে ফেলেছে!
একটি অতীত-জাগরণী লেখার জন্য লেখককে ধন্যবাদ জানাই।
384040
২১ সেপ্টেম্বর ২০১৭ রাত ০৮:২৮
Mujahid Billah লিখেছেন : ভালো লাগলো আপনার মন্তব্য:আপনাকেও ধন্যবাদ @ ইমরান বিন আনোয়ার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File