আমি রোহিঙ্গা

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:২৯:৩৩ রাত

আমি রোহিঙ্গা,আজ আমি নির্যাতিত

বেয়নেটের আঘাতে ক্ষত-বিক্ষত।

আমি রোহিঙ্গা,বুলেটের শিকার

হারিয়েছি বসবাসের সব অধিকার।

আমি রোহিঙ্গা,জালিমের অত্যাচারে

ঘরবাড়ি ছেড়ে ঘুরি,অন্য দুয়ারে।

আমি রোহিঙ্গা,সংখ্যালঘিষ্ঠ জাতি,

ওরা বর্বর চাচ্ছে,হউক মোর ইতি।

আমি রোহিঙ্গা,আমায় করছে ওরা ধর্ষণ

শিশুকেও ছাড়ছেনা,করছে গুলি বর্ষণ।

আমি রোহিঙ্গা,মায়ানমার আমার

আবাসস্থল, বৌদ্ধের অত্যাচারে ঝরছে

চোখের জল।

আমি রোহিঙ্গা,ঘরবাড়ি শেষ আগুনের

লেলিহান শিখায়, বাস্তহারা হয়েছি,

ওরা দেশ ত্যাগের পথ দেখায়। আমি

রোহিঙ্গা,অবশেষে ধাবিত বাংলাদেশে

কতজন মরেছি,উত্তাল নদী পথে এসো।

আমি রোহিঙ্গা,বিশ্ববাসী আজ নির্বাক,

সবে নীরব,শুনছিনা,সূচির বিরুদ্ধে হাঁক-

ডাক।

এ কেমন ধর্ম? যেখানে প্রানী হত্যা

মহাপাপ,অথচ আজ রোহিঙ্গা

হত্যাযজ্ঞের বিস্তার ছাপ।

এ কেমন বর্বরতা? বিশ্ববাসী আজ

নিশ্চুপ, জাগেনা,মুসলিম মনে হারামিদের

বিরুদ্ধে ক্ষোভ।

রোহিঙ্গার রক্তে ভেসে সব একাকার

আন্দোলন চাই,আন্দোলন হোক

দুর্বার। যাতে,কেঁপে ওঠে,অত্যাচারী সূচির

রাজবাড়ি, বিশ্ব আন্দোলনের তোপে,

নেমে পড়ুক গদি ছাড়ি।

ওহে,মুসলিম সময় এসেছে এবার

জাগো হে তুমি,তুলো নাঙ্গা তলোয়ার।

তারা আমার ভাই,কারণ মুসলিম জাতি

যা হবার হয়েছে,চাই না আর ক্ষতি?

কেন-ই-বা বৌদ্ধ সন্ত্রাসীরা রোহিঙ্গা

করছে নিমূর্ল? হে বিশ্ববাসী, অসহায়

রোহিঙ্গার পাশে দাঁড়াও মানবতার

বিচারে, সাহায্যের হাতটি বাড়াও।

বাঁচাও রোহিঙ্গা, ফিরিয়ে দাও অধিকার

হত্যাযজ্ঞ বন্ধ কর,হে সূচি সরকার।

নাগরিকত্ব দাও, দাও ফিরিয়ে মাতৃভূমি

নয়তো,অতি জঘন্য হবে বিশ্বজুড়ে,

ঘৃনিত ব্যক্তি তুমি।

বিষয়: আন্তর্জাতিক

১০২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File