ঈদ মোবারক !! সবাইকে ঈদের শুভেচ্ছা ☺
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৬ জুন, ২০১৭, ০৪:৪৯:৫১ রাত
স্বচক্ষে যদিও এবার ঈদের চাঁদ দেখি নি, তবে যেহেতু বিভিন্ন চ্যানেলে চাঁদ দেখা গিয়েছে তাই আজ পবিত্র ঈদ-উল-ফিতর। একমাস কঠিন সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে আসে ঈদ। দীর্ঘ একমাসের অতি পরিচিত সেহেরী, ইফতারের সেই অভ্যাসগুলো আগামী কাল থেকে আর থাকছে না। আবারও আমরা ফিরে যাবো আমাদের সেই চিরচেনা দৈনন্দিন জীবন ধারাতে।
ঈদকে কেন্দ্র করে আমাদের সবারই অনেক প্রস্তুতি থাকে। ঘরে ঘরে কেনাকাটা, হাতের মেহেদী দেয়ার উৎসবে সবাই মেতে উঠে। ছেলেরা অনেকেই তারাবীর পর দল বেঁধে মা্র্কেটে যাচ্ছে। মেয়েরা নিজেদের মধ্যে শেষ সময়ের কেনাকাটার গল্প নিয়ে ব্যস্ত। মার্কেটে থেকে ফেরা পথে কেউ বেশি খুশি হয়ে ফিরছেন আবার কেউ একটু কম খুশি হয়ে ফিরছেন। ঈদ আমাদের কাউকে খুশি ছাড়া একদম খালি হাতে ফেরায় না। এই সময় অন্যের আনন্দ দেখার মাঝেও নির্মল আনন্দ পাওয়া যায়।
নাড়ীর টানে হয়ত অনেকেই বাড়ি যাচ্ছেন। ফিরে যাচ্ছেন প্রিয় মুখগুলোর কাছে। প্রিয়মুখের একটু হাসির জন্য আমরা সকল কষ্টই সহ্য করতে পারি। তাই তো ঘন্টার পর ঘন্টার যানযটে আটকা পড়ে, লঞ্চের ছাদে, ট্রেনের ছাদে বিপদজনক ভাবে বাড়ি ফেরা। আসলে নাড়ীর টানে নীড়ে ফেরার এই তাগিদের নামই জীবন। প্রিয়জনের মুখের মিষ্টি একটু হাসি তো আমাদের এই আটপৌরে জীবনের অনুপ্রেরনা। সেই সাথে যারা অন্যদের মুখে বিশেষ করে অধিকার বঞ্চিত শিশুদের জন্য কাজ করেছেন, তাদের জন্য রইল অনেক শ্রদ্ধা। তাদের এই মহান উদ্যোগ আমাদেরকে মানুষ হিসেবে সম্মানিত করে। নিজেদের উপর আস্থা খুঁজে পাই। তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। সবার ঈদ হয়ে উঠুক নিরাপদ এবং আনন্দময়। প্রতিটা দিনই হয়ে উঠুক ঈদের দিন। আসুন আমরা স্বপ্ন দেখি এমন একটি স্বপ্নের, যে স্বপ্নে দূরে হয়ে যাবে গ্লানি, দূর হয়ে যাবে জরা, আর খুশির প্লাবনে ভরে যাবে ধরা।
সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।
বিষয়: বিবিধ
৯৮২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ ছেলেরা তারাবীর পর মার্কেটে যাচ্ছে মানে রাত সাড়ে ১০ টায় মার্কেটে ঢুকছে ! ছেলেরা কি ঈদের জামা কাপড় কেনার জন্য এতই ক্রেজি হয় যে তারাবীর পর মার্কেটে যেতেই হবে ?
নাকি উদোর পিন্ডি বুধোর ঘাঁড়ে চাপাতে আদেশ প্রাপ্ত হয়েছেন ?
ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন