পাহাড়ি উপজাতি'দের সাথে - মাটির কুড়ে ঘরে আজকে ছিলাম আমি
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১১ জুন, ২০১৭, ১০:৪৫:০৩ রাত
আজকের ইফতার টা ছিল পাহাড়ি উপজাতি'দের সাথে, সবুজের মেলা চা বাগানের অভ্যন্তরে মাটির কুড়ে ঘরে !!
.
সবুজ প্রকৃতির অবারিত মাঠে ছুটে বেড়াই। তার ছোয়ায় পুলকিত হই, পবিত্র হই, বিশুদ্ধ হই, নির্মল হই, আবেগ তাড়িত হই, আমি বিমোহিত হই !
.
এই সবুজ প্রকৃতি এসে আমাদের সামনে ধরা দেয় মায়ের শাড়ির আঁচলের মত। বোনের আদরের মত। ভাইয়ের ভালবাসার মত। বাবার শাসনের মত। ছোট বোনটির অভিমানের মত।
.
এই মায়ার সবুজ রং যেন আশ্রয়ের সবুজ ঘর। আর এই প্রকৃতি আজ আক্রান্ত হচ্ছে মানুষরূপী অমানুষদের হাতে। ক্ষতিগ্রস্ত হচ্ছে এর কোমলতা, লাবন্যময়ী, মনোহরোণী, মায়াবীনী, বনহরিণীর মত সবুজ প্রকৃতির শরীর খুবলে খাচ্ছে মানুষরূপী বন রাক্ষসরা !!
.
কারণ, সবুজ মানুষের বেঁচে থাকার উৎস, সৃষ্টিকর্তার অপার লীলা; অসীম ক্ষমতার অন্যতম বহিঃপ্রকাশ। সবুজের মাঝে হোক আমাদের আজ ও আগামীর প্রজন্মের বসবাস। সাবার মন হোক সবুজ গাছের পাতার মত নির্মল ও পবিত্র। সবুজে সবুজে ছেঁয়ে যাক আমাদের চারপাশ।
.
কবি বলেছেন- " তোমার যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাবো; দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে "
বিষয়: বিবিধ
১০৫৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন