লেখাটি উৎসর্গ করছি - আইনুদ্দিন আল-আজাদ (রাহঃ) কে !!
লিখেছেন লিখেছেন Mujahid Billah ০১ জুন, ২০১৭, ০৭:৫৫:৫৯ সন্ধ্যা
তখন খুব ছোট্ট ছিলাম, পর্দার আঁড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম প্রিয় আইনুদ্দিন আল-আজাদ কে।
.
সেদিন আমাদের ঘর ছিল হযরতের জন্য মেহমানখানা, লুকোচুরি করে দেখতে গিয়ে হঠাৎ দেখে ফেললেন। তখন আমাকে খুব মায়াবী কন্ঠে ডাক দিয়েছিলেন - এই বাবু এদিকে এসো !!
.
এত্তো কাছে থেকে প্রথমবারের মত প্রথমেই দেখতে পাব কোনদিনও আশা করছিলাম না, ভাগ্যিস পরে মন ভরে দেখে হলো, শুনা হলো প্রিয়জনকে, আর দুইটা ক্যসেট ও ক্রয় করেছিলাম হযরতের গাড়ি থেকে, একটা ক্যসেটের নাম ছিল " কি হবে ", অরেকটা কি যেন ছিল মনে নাই
.
প্রিয় শিল্পী আইনুদ্দিন আল-আজাদ (রাহঃ) বাংলাদেশে আপসাংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সাংস্কৃতিকে তিনি একটি প্লাটফর্মে দাঁড় করিয়েছেন, তার সংগীত আজও আমার হৃদয় ছুঁয়ে যায়, তিনি আজও বেঁচে আছেন আমার এবং ইসলামী সংগীত প্রিয় প্রতিটি মানুষের হৃদয়ে।
.
আমরা সত্যিই একজন যোগ্য অভিভাবককে হারিয়েছি, যিনি ইখলাস, নিষ্ঠা ও অসামান্য দক্ষতার দ্বারা অল্প সময়েই তাঁর কাজের পরিধি বহুদূর পর্যন্ত বিস্তৃত করতে সক্ষম হয়েছিলেন। অসত্য, অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন।
.
আশা করি, আইনুদ্দিন আল-আজাদ (রাহঃ) তাঁর জীবনের স্বল্প পরিসরে দ্বীনী খেদমতের যে চেষ্টা করে গেছেন তার কারণেই আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করবেন।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন !!
বিষয়: বিবিধ
৮৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন