তুই ক্ষমা করে দিস !!
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৮ মে, ২০১৭, ১১:৩০:০৭ রাত
পরীক্ষা শেষ-বাড়ীতে ফিরছি তিনদিন হলো, মিস করছি ঢাকায় কাটানো প্রিয় মুহূর্ত, এবং প্রিয় মানুষদের - এই বিষণ্ণ আলবিদা এ
.
তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ-বিদায়। মাত্র তিন অক্ষর। কিন্তু শব্দটির আপাদমস্তক বিষাদে ভরা। শব্দটা কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণ হয়ে ওঠে। এমন কেন হয়? কারণ এই যে,বিদায় হচ্ছে বিচ্ছেদ। আর প্রত্যেক বিচ্ছেদের মাঝেই নিহিত থাকে নীল কষ্ট। বিদায় জীবনে শুধু একবারই নয়, এক জীবনে মানুষকে সম্মুখীন হতে হয় একাধিক বিদায়ের। সে-ই যে জন্ম লগ্ন থেকে বিদায়ের সূচনা, তারপর জীবন পথের বাঁকে বাঁকে আরো কত বিদায় যে অনিবার্য হয়ে আসে।
.
খুব বেশি মিস করতেছি পথ চলার সাথীদের, খুব ভাল থাকুক ও সুস্থ থাকুক আমার প্রিয় সাথীরা।
.
আর তুই ক্ষমা করে দিস, জানি না ক্ষমা করবি কি না। কিন্তু আমি আমার অপরাধের শাস্তি ভোগ করছি প্রতিক্ষণে !!
বিষয়: বিবিধ
১০৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন