ছোট গল্প | হারিয়ে যাওয়া
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৬ মে, ২০১৭, ০২:৫৯:২২ রাত
পার্ক এ হরেক রকম মানুষ দেখা যায় । হরেক রকম মানুষ দেখতে ভালোও লাগে । সবাই হাসিখুশি । হাসিখুসি মানুষদের মাঝে গোমরা মুখে থাকা যায় না । আমিও তাই হাসিখুশি হয়ে গেলাম । মজার ব্যাপার হচ্ছে হাসি-খুশি থাকার মধ্যে অনেক ভালোলাগা আছে । দূরে ঘাসের উপর ১ টা বাচ্চা ছেলে একা একা বল খেলছে । কিন্তু আমার কেনো জানি মনে হচ্ছে বাচ্চাটার মনে আনন্দ নেই কারন তার বাবা-মা কেউ তার সাথে খেলছে না বরঞ্ছ তারা একটু পর পর তাকে দূরে যেতে বাধা দিচ্ছে । আমি দৃষ্টি ঘুরালাম । এখানে আরো অনেক বাবা-মা আছে । সব বাবা-মা রাই হাসিখুশি । শুধু বাচ্চাগুলো হাসিখুশি না ।
-excuse me ভাই ।
- জী ?
- আমার ছেলের সাথে একটা ছবি তুলে দিবেন ?
আমি অমনি ক্যামেরা হাতে তুলে নিলাম । বাবার মুখে বিশাল হাসি । কিন্তু ছেলের মুখে বাধ্যতার চিহ্ন । আমি ক্যামেরার থেকে চোখ তুলে বললাম !
- ভাই যদি আপনি কিছু মনে না করেন, আমি আপনাদের ১ টা ফানি ছবি তুলে দিতে পারি ??
- হুম sure..!
-আপনি চোখ টেড়া করে ক্যামেরাই তাকান । আমি পিক টা তুলছি ।
- হা হা হা... ওকে !
বাবা কে টেরা হতে দেখে ছেলের মুখে হাসি ফুটলো । আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর হাসিমুখের ছবিটা তুলে দিলাম ।
আকাশে মেঘ জমতে শুরু করেছে । সন্ধার আধার আর ঘন মেঘের আধার এক হয়ে এক পরিবেশ তৈরি হয়ে গেছে । এবার উঠা দরকার ।লিখেছেনঃ মির কায়সার
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন