ভিডিওর ওই মেয়েটি আমি নই: সাবিলা নূর
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৮ এপ্রিল, ২০১৭, ০৫:৪৪:০৮ বিকাল
কয়েকদিন আগে একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছিলো। অনেকে ভিডিওটি অভিনেত্রী সাবিলা নূরের বলে দাবি তুললেও তা ধোপে টেকেনি। পরে জানা গেছে ভিডিওটি আসলে ভারতের একটি পর্ণোতারকার। অনেকদিন ধরেই ভিজুয়াল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি নেই মডেল ও ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরের। পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, গত ২৫ মার্চ যুক্তরাষ্ট্রে বোনের বাসায় গেছেন সাবিলা। ঠিক এ সময়েই একদল অনলাইন দুষ্কৃতকারী। বিদেশি ওয়েবসাইট থেকে একটি স্ক্যান্ডাল ভিডিও নিয়ে সেটাকে সাবিলা নূরের হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু সাবিলার শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও ভক্তরা এই অপচেষ্টাকে আটকে দেয়। ঘটনা কয়েকদিন আগের হলেও সোমবার রাতে মুখ খুলেছেন সাবিলা। সাবিলা নূর বিষয়টিকে অশ্লীল আখ্যা দিয়ে বলেছেন, আরো আগেই এ ব্যাপারে বলতে চেয়েছিলাম কিন্তু এরকম অশ্লীল বিষয়ে কথা বলতেও আমার রুচিতে বাঁধছিলো। কিন্তু গত কয়েকদিনে অনেক অনেক দূর থেকেও আমার ভক্ত, শুভাকাঙ্খী, বন্ধু আর কলিগদের এতো ভালোবাসা ও সাপোর্ট পেয়েছি যে শুধু তাদের কারণেই কিছু বলার প্রয়োজন মনে করছি... তিনি বলেন, ভিডিওটির ওই মেয়েটি আমি নই, এখন জানা আর মানার মধ্যে পার্থক্য অনেক। যদি মেয়েটিকে সাবিলা ভেবেই আপনার ভালো লাগে তাহলে আমার হাজার বিবৃতিতেও আপনার মনের পরিবর্তন হবে বলে আশা করি না। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, যারা পাশে থেকেছেন তাদেরকে ধন্যবাদ দেয়ার ভাষা আমার জানা নেই।
বিষয়: বিবিধ
১০২৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন