আমি মাশরাফি বলছি...
লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৫ এপ্রিল, ২০১৭, ০৫:৫১:৪৯ বিকাল
বাংলাদেশ টিম কে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল এ ১০ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি বর্তমান দলটি একটি ভাল দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে। আমার উপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। আমি আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সবসময় সমর্থন করার জন্য। এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান এবং পতন ছিল। আমি সবসময় চেষ্টা করেছি আমার ফ্যানদের কে খুশি করার। আমি আমার প্রত্যেক ফ্যান এর কাছে তাদের কে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি। এই মুহূর্তে দল হিসেবে আমরা ভাল খেলছি। আমি নিশ্চিত বাংলাদেশ সামনের দিনগুলো তেও ভাল ক্রিকেট খেলবে।
আমি মনে করি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময় যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। আমি বাংলাদেশ এর টি-টোয়েন্টি টিম এর নতুন অধিনায়ক কে আগাম অভিনন্দন জানাই এবং আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় সামনে আসবে।
শীঘ্রই আবার দেখা হবে। সকলের জন্য আমার আন্তরিক ভালবাসা।
বিষয়: বিবিধ
৭৮৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ক্যাপ্টেনের জায়গাটা কি পূরণ হবে মাশরাফি না থাকলে ?
২০০৯-২০১১ তে সাকিবের সময় বাংলাদেশ খুবই ভাল করছিল । তবে সাকিব তুলনামূলকভাবে আত্মকেন্দ্রিক ।
মাশরাফির বয়স এখন ৩৩ পার হয়ে গেছে । বাংলাদেশের কোন পেসার এত বছর বয়সে খেলা চালিয়ে গেছে কি না মনে পড়ে না ।
খেলোয়াড় আসবে যাবে । কিন্তু এসবে যদি পাপন-কামাল-হাতুড়ুদের ইনভলভমেন্ট আছে বলে কানে আসে তখন মেজাজটা খারাপ হয়ে যায়।
মন্তব্য করতে লগইন করুন