কোন মুসলিমই এই দাবীর বিরোধিতা করতে পারে না!!
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ০৩:৩১:৩৩ দুপুর
বাংলাদেশে সুপ্রীম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবীতে হেফাজতে ইসলাম ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের বাইরে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। ঐ ভাস্কর্যটিকে একটি গ্রীক মূর্তি অ্যাখ্যা দিয়ে সংগঠনটি এটিকে সরিয়ে ফেলার দাবী জানাচ্ছে।
হায় আফসুস! মুসলিমরা আজ নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে আর এদিক দিয়ে ইসলাম এবং মসুলমানদের শত্রুরা একের পর এক বাংলাদেশ থেকে ইসলাম নামক বট গাছ কে তিলেতিলে নিঃশেষ করে দিচ্ছে। যার নিকট উদাহরণ হল হাফেজ্জি হুজুর এবং খতীবে আজম মুফতি আমিমুল ইহসান রাহঃ এর নামের সড়ক দ্বয় থেকে নাম মুছে ফেলা দেয়ার ধৃষ্টতা এবং হাইকোর্টের সামনে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন। রাসুল সাঃ বলেনন - যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ অপমানের বেড়ী তোমাদের সকন্ধে চাপিয়ে দিবেন- এখানে বর্তমান সরকারের দোষ দিয়ে লাভ কি? তারা তো আমাদের ইমানি দূর্বলতা এবং অনৈক্যের সুযোগ নিবেই।
অবশ্যই মূর্তি সরাতে হবে।এটা হচ্ছে একটা
অভিশপ্ত মূর্তি। ৯০% মুসলমানের দেশে কাকে খুশি করতে এই মূর্তি?
বিষয়: বিবিধ
৮১৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুর্তি বসিয়ে ঈমানহারা হবার চেয়ে প্রভাব মুক্ত হয়ে সঠিকভাবে বিচার কার্য চালানোর উপরই জোর দেওয়া উচিত।
মন্তব্য করতে লগইন করুন