অমর একুশে গ্রন্থমেলা
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ০১:৫১:০৭ রাত
বইয়ের গন্ধ শুঁকতে মেলায়, লেখকদের সাথে কিছু সময় কাটানো, নতুন বইয়ের মোড়ক দেখা এবং লাখ লাখ দর্শনার্থীদের ভিড়ে আমরাও ছিলাম এবারের বই মেলায় ☺
.
ফেব্রুয়ারী'র মাসব্যাপী বইমেলার আয়োজন ভাষার উৎসবকে আলাদা রং দেয় । উচ্ছ্বাস-উচ্ছলতায় এবং আবেগ-ভালোবাসায় মাতিয়ে রাখে প্রতিটি বাংলাদেশীর হৃদয় । দেশব্যাপী সরব হয় আনন্দঘণ উৎসবমুখর পরিবেশ । দেশের এমনকি দেশের বাইরের প্রতিটি বাংলা ভাষা-ভাষী মানুষের মধ্যে বইমেলা প্রাঙ্গনে ছুটে আসার প্রিয় লেখক, পাঠক কিংবা বন্ধু মহলের সাথে আড্ডায় ক্ষনকাল কাটানোর জন্য মনে অদম্যস্পৃহ ব্যাকুলতা জাগে । ভাষা উৎসবকে যেন পূর্ণতা দেয় বইমেলা ।
.
খুব ভালো লাগল অগণন বইপ্রেমী আর জ্ঞানের রাজ্যে ঘুরে ☺
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন