#হাতিরঝিল #মনোরম_পরিবেশ #ক্লাসের_শেষে #আড্ডা ☺
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ০৮:৩৫:২৬ রাত
আলতো পায়ে শীত যখন একটু একটু করে চলে যেতে শুরু করেছে তখন ৫ম বারের মত আবারও ইট পাথরের এই ব্যস্ত শহরে ক্লান্তিকর নাগরিক জীবনের যখন ত্রাহি অবস্থা ঠিক এমনি সময় রাজধানীর হাতিরঝিলে মনোরম এক পরিবেশে ☺
.
এমন সৌন্দর্য উপভোগ আর বিশুদ্ধ বাতাস আর লেকের সৌন্দর্যের টানে প্রতিদিন বিকেলে এখানে ছুটে আসেন শত শত নগরবাসী। তাঁদের কেউ লেকের পাড়ে বসে আড্ডা দেন, কেউবা মগ্ন থাকেন প্রকৃতির সৌন্দর্য উপভোগে, আবার কেউ কেউ লেকের বুকে বেড়ানোর জন্য নৌকায় উঠে পড়েন। দর্শনার্থীদের ভিড়ে বিকেল থেকে রাত পর্যন্ত জমজমাট থাকে নগরের এই এলাকা !! ☺
বিষয়: বিবিধ
১০৬৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি তথ্য দিলেন যে এখানে নাকি মানুষ লেকের সৌন্দর্য উপভোগ করতে নৌকায় চড়ে!
লেকের পানি বদ্ধ জলাশয় নাকি এটার সাথে কোন নদীর লিংক করে দেওয়া আছে? লেকের পানি দূর্গন্ধমুক্ত রাখতে কোন ব্যবস্থা কি আছে?
মন্তব্য করতে লগইন করুন