তোরা ভালো থাকিস আপু !!

লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৮ ফেব্রুয়ারি, ২০১৭, ০৫:৫১:৩৭ বিকাল

আজ ভোরে আপুকে বিদায় দিলাম,

ভাগ্না ভাগ্নি ওদের বিদায়ী অসহায় চাহনি দেখে যে কারো চোখে পানি আসতে বাধ্য। মা বাবা ভাই বোন পরিবার পরিজনের আপুদের জন্য আল বিদা'র আহাজারি।

.

একের পর এক তাদের মুখ চেপে ধরে 'উম্মা' দেয় ছোট্ট আদরের ইয়াসিন-সুমাইয়া কে !!

.

ছোট বোনেরা কান্নায় ভেঙ্গে পড়ল, বিদায় ক্ষণে আমরা তাকিয়ে আছি অপলক দৃষ্টিতে, শেষ বারের মত ভাল করে দেখে নিচ্ছি এত তারাতারি পাব না বলে। আমি আপুকে এয়ারপোর্টের কিছুদূর পর্যন্ত রাস্তা এগিয়ে দিয়ে আসলাম। আপু আমার দিকে চেয়ে আছে করুণ দৃষ্টিতে, শেষ বারের মত ভাল করে দেখে নিচ্ছে প্রিয়

ভাইয়াকে। চোখ দিয়ে অশ্রু ঝরছে অঝর ধারায়, আমি ও চোখের পানি বারণ করতে পারলাম না। চোখের পানি বন্ধ করার ব্যর্থ চেষ্টা করে বোনকে শান্তনা দিলাম কাঁদিস না বোন। আপুটি আমার নিরব, নিথর, নিস্তব্ধ হয়ে গেল,মুখ দিয়ে কিছুই বলতেছে না !!

.

বাবা এতক্ষণ কিছু না বললে ও এখন বাবা আপুকে বুকে জড়িয়ে কেঁদে দিয়ে বলল- ভালো থাকিস মা, আর চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে !!

.

মা তো আর শেষ- আপুর বিদায় বিরহে মা'র হৃদয়ে যেন বয়ে যাচ্ছে আরব সাগরের উচ্ছসিত তরঙ্গের ন্যায় আল বিদার সকরুণ সুর ঝংকার। আজ এই বাঁধন হারানো ব্যাকুলতায় সবাই নিশ্চল, নির্বাক, আবেগের মনি কোঠায় অশ্রুর ভার মানছে না করো। সবার অশ্রু সজল মলিন চেহারাগুলো ভালভাবে অবলোকন

আমি ও কেঁদছি আনবরত !!

.

আপু বলল- ওকে ভাই।যাচ্ছি।ভাল থাকিস।আপুকে জড়িয়ে কান্না জুড়ে দিলাম, চোখের পানি মুছে গাড়ী ছাড়ার আগে ও নেমে দৌড়ে এসে এয়ারপোর্টের কাউন্ডার এর গেইটে আপুকে পিছন থেকে দাঁড়িয়ে দেখছি, আপু ও দেখতে দেখতে চলে যাচ্ছে, আমি অপলক নয়নে চেয়ে রইলাম আপুর দিকে এক পর্যায় দৃষ্টির আড়াল হয়ে গেল আপু আর প্রিয় ইয়াসিন-সুমাইয়া !!

.

অনেক কষ্টে বিদায় দিলাম। গাড়ী আমাদের কম্পাউন্ড পার করার পরে মনে হল কলিজাটা ছিড়ে কে যেন নিয়ে যাচ্ছে, বুক ভেঙে যাচ্ছে।সারাক্কণ আপুকে হারিয়েছি। আজ হারাতে চাইনি, আপুকে কাছে রাখতে চেয়েছিলাম। কিন্তু আপু আমাদের হারিয়ে নিজেকে দূর প্রবাসে নিয়ে গেল, আর ফেলে গেল শুধু শুন্যতা।

.

প্রিয় আপুমুনি, তুমি কি জানো, কত দিন পর তোমাদের কে খুজে পেয়েছিলাম, প্রকৃতি যেন আশ্চর্যজনক ভাবে আমাদের সখ পুরন করলো !! পুরোপুরি অবাস্তব একটা স্বপ্ন সত্যি হলো !! তুমি এমন করো কেন ? আনন্দ'র চেয়ে যন্ত্রনা টা সবসময় একটু বেশী'ই দাও !!

.

আপুনি,

তোমাদের ভুলবো না, ছাড়বোও না - যেখানেই যাও।

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381758
০৮ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৮:৫৭
হতভাগা লিখেছেন : আপনার আপু কোথায় গিয়েছে ? মেরিকায় ?
381762
০৮ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:২৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আহারে ভাইয়া। সত্যি কষ্টকর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File