৬০টি দেশকে পেছনে ফেলে ১ম হয়েছে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন Mujahid Billah ০২ ডিসেম্বর, ২০১৬, ১১:৫৬:৪২ রাত

বিজয়ের মাসে কত্তো বড় একটি অর্জন, অথচ মিডিয়ায় কোন খবরই নেই এ বিষয়ে আফসোস!

বলছিলাম বাহরাইনে সদ্য অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী হাফেজ জাকারিয়ার কথা l বাংলাদেশের এ ছেলে ৬০টি দেশকে পেছনে ফেলে প্রিয় মাতৃভূমির মুখকে উজ্জ্বল করেছে এবং লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে বিশ্বের বুকে

দেশ এ ভাইদের যথাযথ মূল্যায়ন না করলেও মহান যেন তাদেরকে কবুল করেন l

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380377
০৩ ডিসেম্বর ২০১৬ দুপুর ০১:১৯
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম,,

আলহামদুলিল্লাহ্‌,
কবের ঘটনা এটা?
380379
০৩ ডিসেম্বর ২০১৬ দুপুর ০২:০৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

খুবই আনন্দের সংবাদ।

জাজাকাল্লাহু খাইর।
380409
০৩ ডিসেম্বর ২০১৬ রাত ১১:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা তো ভাই ডিজিটাল বিষয় না!!!
380424
০৪ ডিসেম্বর ২০১৬ রাত ০২:১১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আল্লাহু আকবার!! ওয়া লিল্লাহিল হামদ!!
হাফেজ যাকারিয়া Rose ও তার কল্যানকামীদের জন্য দোয়া করি!! Praying Praying

দুশমনের সাফল্যে কবে কে খুশী হয়??

যে গোষ্ঠী বাংলাদেশের মিডিয়া শাসন করে তারা ইসলাম ও মুসলমানদের প্রকাশ্য ও আত্মস্বীকৃত দুশমন!

"কিন্তু আল্লাহতায়ালা তাঁর নূরকে প্রজ্জ্বলিত পরবেন-ই, কাফেরদের জন্য সেটা যতই পীড়াদায়ক হোক!!"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File