মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একজন মেয়ের বাবার আকুল আবেদন !

লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৭ অক্টোবর, ২০১৬, ১২:০৩:১২ রাত

ইন্টার পাশের পর আমার মেয়ে বললো, বাবা আমি কি এমসি কলেজে ভর্তি হতে পারবো ? আমি ভেবেছিলাম দেশে এখন প্রধানমন্ত্রী মহিলা, ভেবেছিলাম প্রধানমন্ত্রী ইভটিজিং-এর বিরুদ্ধে নতুন আইন করেছেন, ভেবেছিলাম আমরা কিছুটা হলেও শিক্ষিত এবং সভ্য হয়েছি, তাই মেয়েকে বললেছিলাম-ভর্তি হতে চাইলে ভর্তি হবে। কিন্তু খাদিজা আক্তার নার্গিস-এর করুন পরিণতির পর দেশের কর্তা মহুদয়দের কাছে জানতে ইচ্ছে হচ্ছে, স্কুল-কলেজে গিয়ে যদি আমার মেয়েরা লাশ হয়ে ফিরে তা হলে তারা আর কোথায় গেলে নিরাপত্তা পাবে ?

মাননীয় প্রধানমন্ত্রী খাদিজা আক্তার নার্গিস কার মেয়ে তা বড় কথা নয়, সে এখন বাংলাদেশের প্রতিটি মা-বাবার মেয়ে। এই হিসাবে সে এখন আপনারও মেয়ে। দয়া করে এই হত্যার বিচারখানা আপনার নিজ দায়িত্বে নিশ্চিত করে বাংলাদেশের ইতিহাসে এমন নজির স্থাপন করুন, যাতে আমার আর কোন মেয়ে এমনভাবে আক্রান্ত না হয় এবং মেয়ের বাবারা মেয়েদেরকে স্কুল-কলেজে পাঠাতে ভয় না পায়।

বিনীত

সৈয়দ মবনু ( Syed Mobnu )

দুই মেয়ে সন্তানের বাবা

বিষয়: বিবিধ

৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File