বন্ধুর কাকার বাসায় দাওয়াতে !!
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৩৩:১৪ রাত
ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে গত বৃহস্পতিবার বিকেলে চলে এলাম, মন চাচ্ছিল না, তথাপি বাড়ির সকল মায়া ত্যাগ করে চলে এলাম শিক্ষার উদ্দেশ্যে মাদ্রাসার পানে ভারাক্রান্ত হৃদয়ে !
.
এসে বন্ধুদের সাথে আড্ডায় মত্ত হলাম।এরই মাঝে এক বন্ধুর কাকার বাসায় দাওয়াত পেলাম।পরদিন জুমুআর নামায পড়ে আমরা উপস্হিত হলাম। তিনি আমাদের দেখে আনন্দ প্রকাশ করলেন।
.
কিছু দিন আগে তিনি হজ্ব থেকে ফিরেছেন, সেখানকার কিছু খন্ড খন্ড ঘটনা আমাদের কাছে শেয়ার করলেন। এই কথপোকথনের মাঝে আমাদের জন্য কিছু হাদিয়া পেশ করলেন। (১) কা'বা শরীফের এক টুরো আমাদের দেখালেন।(২)এবং কাবা শরীফে সর্বদা যে আতর ব্যবহার করা হয় তা একটু একটু আমাদের দিলেন। যা তিনি হজ্ব থেকে ক্রয় করে এনেছেন। মনে হচ্ছিল যেন ফেরার সমস্ত ক্লান্তি উধাও হয়ে গেল।
পাঠক ! আমার লেখার মাকছাদ হল একটা আমানত পেশ করা যা তিনি আমাদেরকে সেই আনন্দময় মুহূর্তে এমন কি তার থেকে বিদায় নেওয়ার সময়ও খুব তাগিদের সাথে বলেছেন, তা হল যেন আমরা প্রত্যেকেই দুআর মধ্যে সর্বদা ইহা স্বরণ রাখি যে,, হে আল্লাহ তুমি আমাদের গায়ে কাফনের কাপড় পড়ানোর আগে এহরামের কাপড় পড়াইয়ো,,।
.
আরজ ! আমরা যেন কেহ প্রতেক উম্মতে মুসলিমার জন্য দুআর মধ্যে ইহা না ভুলি।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এহরামের কাপড় পরিধান করে মক্কা মদীনা ঘুরে আসার তাউফিক দেন !!
বিষয়: বিবিধ
৯২৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন