মোবাইল ফোনটা গত কয়েক দিন আগে হারালাম.....

লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৯ মার্চ, ২০১৬, ০৯:২৯:৪৮ রাত

মোবাইল ফোনটা গত কয়েক দিন আগে হারালাম, এখনো মনটা খারাপ হয়ে আছে, প্রায় ৪ বছর আমার সাথে ছিলো ফোনটা এত দিন ফোন টা ব্যবহার করতে করতে এটা শুধু ফোন ছিলো না, এটা আমার ঘড়ি, বই পড়ার, গান শোনার , ছবি তোলার, ভিডিও দেখার যন্ত্র ছিলো..

গত রাতে ঘুম ভেঙ্গে গেলে, বিছানার পাশে হাত দিয়ে অনুভব করেছি ফোনটাকে, ফেসবুক এ মন্তব্য করা, স্টাটাস দেয়া, কত সময়ের সাথী ছিলো এটা, কে বলবে এটা শুধু ফোন? কত ছবি, ভিডিও, হারিয়ে গেলো কত সহজেই !!

ঢাকা থেকে অনেকদিন পর ছুটি পেয়ে মাদ্রাসা থেকে বাড়িতে ফেরার জন্য বাসের অপেক্ষাতে ছিলাম অনেকক্ষণ বি-বাড়িয়া বিশ্বরোডে। আম্মার সাথে কথা বলে একটু পরে খেয়াল করলাম, আমার পাঞ্জাবি এর ডান পকেটে আমার ফোনটা আর নেই....

অনেকক্ষণ চুপ করেছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না, আর ফোনটা অনুভব করবো না, আর শুনতে পারবো না মিষ্টি রিং টোন, আর কেপে উঠবেনা !!

মোবাইল ফোনেটা হারানোর পর থেকে খুব বেশী সমস্যায় পারতেছি, অনেক প্রয়োজন অনেক কথা, অনেক নাম্বার হারিয়ে বিরক্তকর অবস্থায় এখন আমি, ফোনটা না থাকায় অনেক সময় আব্বা - আম্মার সাথে কথাও বলা হয়না !!

বিষয়: বিবিধ

১২৪৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362017
১০ মার্চ ২০১৬ সকাল ০৬:১৫
শেখের পোলা লিখেছেন : দুঃখিত হলাম৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File