অন্ধকার নির্জন নিরব ঘরে আমি আর আমার কাজিন

লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৩ জানুয়ারি, ২০১৫, ০৩:৫০:১৭ দুপুর

মাদ্রাসা থেকে এসেই গোসল এবং বিকেলের খাবার নিয়ে ব্যস্ত, তার পর পরেই শুরু হয় আমার বিছানায় খুব দারুণ সুন্দর একটা মুহূর্ত ! Happy

এই শীতে বিকাল বেলার ঠান্ডা ঠান্ডা বাতাস,আর হালকা কম্বল উপরে দিয়ে, এক বালিশে মাথা রেখে শুরু হয় আমার আর কাজিনের বক বক, একটু চিল্লাচিল্লি আর একটু হাসা হাসি। এক দিকে আম্মার বকাবকি অন্য দিকে আব্বার শাসানী। তখন আসলেই মন খুলে হাসতে মন চায়।কারণ, মা-বাবা চান যে যেন তার ছেলে বাহিরে বাজে ছেলেদের সাথে না মিশে,এবং অযথা ঘোরাফেরা না করে।

আর আমরা মনে করি যে, বাহিরে বাজে ছেলেদের সাথে না মিশে,এবং অযথা ঘোরাফেরা না করে, এর চেয়ে ঘরে বসে থাকাটাই অনেক ভাল। কি বলেন আপনারা? :P

মাঝে মধ্যে আমার কন্ঠে বেশে উঠে- তুমি আছো আমার হ্নদয়ের অন্ধকার ঘরে আলোর জোনাকি, সেই আলোতে তুমি আর আমি... Happy আহা

আর কাজিন মুস্তাকিমের কন্ঠে বেশে উঠে- তোমার উত্থানে হউক অন্ধকার শেষ,প্রবল প্রশ্বাসে তুমি জাগাও স্বদেশ... Happy হিহি

বলার ভাষাতে বুঝা যাচ্ছে যে আমরা কবি কবি ভাব-কিন্তু কবিতার অভাব !

তার একঘণ্টা পরে আমাদের ঘরে আগমন ঘটে মিস্টার সোহাগ মিয়াঁর, অতঃপর তার সঙ্গগে বাহিরে কিছুক্ষণ কিছু সময়।

এভাবেই পার হচ্ছে আমাদের বিকেল এবং সন্দার কিছু টা সময়।।

বিষয়: বিবিধ

১৯০৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298974
০৩ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:০১
অনেক পথ বাকি লিখেছেন : তোমার উত্থানে হউক অন্ধকার শেষ,প্রবল প্রশ্বাসে তুমি জাগাও স্বদেশ...

ওয়াও ওয়াও সুন্দর Thumbs Up Thumbs Up
০৩ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৪
242070
Mujahid Billah লিখেছেন : হুম,ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File