অন্ধকার নির্জন নিরব ঘরে আমি আর আমার কাজিন
লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৩ জানুয়ারি, ২০১৫, ০৩:৫০:১৭ দুপুর
মাদ্রাসা থেকে এসেই গোসল এবং বিকেলের খাবার নিয়ে ব্যস্ত, তার পর পরেই শুরু হয় আমার বিছানায় খুব দারুণ সুন্দর একটা মুহূর্ত !
এই শীতে বিকাল বেলার ঠান্ডা ঠান্ডা বাতাস,আর হালকা কম্বল উপরে দিয়ে, এক বালিশে মাথা রেখে শুরু হয় আমার আর কাজিনের বক বক, একটু চিল্লাচিল্লি আর একটু হাসা হাসি। এক দিকে আম্মার বকাবকি অন্য দিকে আব্বার শাসানী। তখন আসলেই মন খুলে হাসতে মন চায়।কারণ, মা-বাবা চান যে যেন তার ছেলে বাহিরে বাজে ছেলেদের সাথে না মিশে,এবং অযথা ঘোরাফেরা না করে।
আর আমরা মনে করি যে, বাহিরে বাজে ছেলেদের সাথে না মিশে,এবং অযথা ঘোরাফেরা না করে, এর চেয়ে ঘরে বসে থাকাটাই অনেক ভাল। কি বলেন আপনারা? :P
মাঝে মধ্যে আমার কন্ঠে বেশে উঠে- তুমি আছো আমার হ্নদয়ের অন্ধকার ঘরে আলোর জোনাকি, সেই আলোতে তুমি আর আমি... আহা
আর কাজিন মুস্তাকিমের কন্ঠে বেশে উঠে- তোমার উত্থানে হউক অন্ধকার শেষ,প্রবল প্রশ্বাসে তুমি জাগাও স্বদেশ... হিহি
বলার ভাষাতে বুঝা যাচ্ছে যে আমরা কবি কবি ভাব-কিন্তু কবিতার অভাব !
তার একঘণ্টা পরে আমাদের ঘরে আগমন ঘটে মিস্টার সোহাগ মিয়াঁর, অতঃপর তার সঙ্গগে বাহিরে কিছুক্ষণ কিছু সময়।
এভাবেই পার হচ্ছে আমাদের বিকেল এবং সন্দার কিছু টা সময়।।
বিষয়: বিবিধ
১৯০৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওয়াও ওয়াও সুন্দর
মন্তব্য করতে লগইন করুন