আমরা ভাইবোন কাছে-দূরে ★ আপু, সত্যিই আমি তোমাকে খুব ভালবাসি !
লিখেছেন লিখেছেন Mujahid Billah ৩০ অক্টোবর, ২০১৪, ০৯:৫১:৫৩ রাত
বলা হয়, একটি নির্দিষ্ট সময়ের পরে ভাইবোনের সম্পর্ক আর আগের মতো থাকে না। ছোটবেলার চুল টানাটানি বা গলাগলি ভাব সবই আর আগের মত থাকে না,সব কিছুই পরিবর্তন হয়ে যায়।
আপু আজ তুমি বহু দুরে অনেক দুরে, সত্যিই আপু তোমাকে আজ আমার খুব মনে পড়ে, জানিনা কবে আমি তোমাকে পাবো পাশে ? প্রবাসের মাটিতে তুমি আমাদেরকে ছেড়ে আর কত দিন থাকবে।
জানো আপু, আমি মাঝে মাঝে ভাবি তুমি হয়তো ওখানে আমাদের ছেড়ে বুঝি শান্তি পাচ্ছনা ! সব কিছু ঠিকঠাক আছে তো ?
আপু, এই লেখাটা যদি তোমার চোখে পড়ে তাহলে তোমাকে বলব, আপু আমরা তোমায় ভুলিনি-ভুলবওনা।তুমি খুব তারাতারি আমাদের মাঝে ফিরে আসবে প্রত্যাশায় রইলাম.....
আপু, সত্যিই আমি তোমাকে খুব ভালবাসি !
বিষয়: বিবিধ
২০৯৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন