মেয়েরা কাটে উপরে দিয়ে, ছেলেরা কাটে একটু নিচে দিয়ে !
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৬ জুলাই, ২০১৪, ১১:৪৪:৩৩ রাত
একি কাটাকাটি নাকি পাঠাপাঠি? অতঃপর বাস্তবতা!
যা লিখতে বসতাম তা লিখার মতো নয়। তবুও
লিখতে হচ্ছে। কারণ বাস্তবটা একদম নিকৃষ্টতম। মন
এবং দিল দিয়ে লিখাটা পড়বেন। আসুন সামনে চলি।
প্রথমতঃ কথা হলো আল্লাহ আমাদের
শরীরে যা দিয়েছেন তা অত্যন্ত সুন্দর। আল্লাহ
কোরআনে বলেছেন আমাদের যত্ন করে সৃষ্টি করেছেন।
অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। কিন্তু
আমরা আরো সুন্দর হতে চাচ্ছি।
পুরুষদের মুখে দিলেন দাঁড়ি রাখার জন্য। কিন্তু আমাদের
মাঝে কিছু ভাই দাঁড়ি কেটে স্মার্ট হতে চায়।
আল্লাহর রাসুলের সুন্নাতের উপর অস্ত্র
চালিয়ে কি কখনো স্মার্ট হওয়া যায়?
অপর দিক দিয়ে আমাদের সমাজের কিছু মেয়েরা বললো,
আমরা বসে থাকবো কেনো, আমরা ব্রু কাটা শুরু করি।
এই শুরু হয়ে গেলো ব্রু প্লাক করা।
সত্যি কথা বলতে কি মেয়েদর মাঝে আল্লাহ অপরূপ
সৌন্দর্য দিয়েছেন। কিন্তু আল্লাহর সৌন্দর্যকে সাইজ
করতে গিয়ে হিজড়ারূপী হয়ে যায়। দেখতে হিজড়াদের
মতো দেখায়।
কয়েকদিন আগে আমার দুলাভাই চীনে গেছেন,
উনি এসে বললেন,
চীনের মুসলমানদের রোজা রাখতে দেয়না।
রোজা রাখলে মারে। টুপি মাথায় দিলে তাদের তিরস্কার
করা হয়। তার পরেও তারা রাসুল (সা) সুন্নাত রাখেন।
কিন্তু আমরা?
আমাদের মারা হয়না, কাটা হয়না, হত্যা করা হয়না, কিন্তু
তার পরেও আমরা ইসলামী চালচলন পছন্দ হয়না।
অর্থাৎ আমাদের ঈমানের স্বাদ মরে যাচ্ছে।
পোস্ট দেওয়ার উদ্দেশ্যঃ
আসুন কবরে যাবো এই শরীর নিয়ে। এই সাড়ে তিনহাত
শরীরকে ইসলামী নিয়মনীতি অনুযায়ী সাজাই।
যাতে আল্লাহ ও রাসুল (সা) আমাদের প্রতি খুশি হন।
আল্লাহ আমাদের তাওফীক দিন। আমীন।
বিষয়: বিবিধ
১৩৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন