হেফাজতের বিবৃতি ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে সোচ্চার হোন !

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৪ জুলাই, ২০১৪, ১১:০৭:৪৯ রাত

হেফাজতে ইসলামের আমীর, দেশের শীর্ষ আলিম,

কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) চেয়ারম্যান,

দারুল উলূম হাটহাজারীর মুহতামিম, শাইখুল ইসলাম

আল্লামা শাহ্ আহমদ শফী হেফাজতে ইসলামের

মহাসচিব, প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ জুনাইদ

বাবুনগরী এক বিবৃতিতে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের

ওপর ইসরায়েলি ইয়াহুদিদের বর্বর হামলার তীব্র

নিন্দা ও প্রতীবাদ জানিয়ে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মধ্যপ্রাচ্যের বিষয়ফোঁড়া,

ইতিহাসের অভিশপ্ত জাতি ইয়াহুদিদের অবৈধ রাষ্ট্র

ইসরাইল পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের

গাজা উপত্যকায় বর্বরোচিত বিমান হামলা চালিয়ে নারী-

শিশু-বৃদ্ধসহ পাইকারী হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় লক্ষ্য করছি, এ

পর্যন্ত ১৬৬ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হবার পরও

আরব রাষ্ট্রগুলোর শাসকগোষ্ঠীর ঘুম ভাঙছে না।

পশ্চিমাদের খুঁটির

জোরে টিকে থাকা বর্ণবাদী ইসরাইলের এই বর্বরতার

বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে বরাবরের

মতোই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জাতিসংঘসহ

বিশ্বসংস্থাগুলোর নিরুত্তাপ প্রতিক্রিয়া ও

লোকদেখানো কূটনৈতিক চাপকে ইসরাইলের

জায়নবাদী প্রধানমন্ত্রী রীতিমতো বৃদ্ধাঙ্গুলি প্রদর্শণ

করলেও ওআইসি, আরবলীগ প্রভৃতি মুসলিম

সংস্থাগুলো এ

গণহত্যাকে ঠেকাতে বাস্তবে কোনো ভূমিকাই পালন

করছে বলে মনে হয় না।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুসলিম বিশ্বের কতিপয়

নপুংসক শাসকদের মুখের

দিকে তাকিয়ে অপেক্ষা করে কোনো লাভ হবে না।

আমরা পৃথিবীর সকল মানবাধিকার সংগঠন ও সাধারণ

মুসলমানদের প্রতি আহবান জানাই গোটা মুসলিম

বিশ্বে স্ব স্ব দেশের রাজপথে এসে ইয়াহুদীদের বর্বর

আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শণ করুন।

নিজ নিজ দেশের শাসকদের প্রবল চাপ

সৃষ্টি করে ইসরাইলি পণ্যবর্জনসহ ইয়াহুদিদের অব্যাহত

বর্বরতার বিরুদ্ধে প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক

প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করুন।

নইলে আমরা নিজেদেরকে মুসলমান ও রাসূলের উম্মত

বলে দেবার নৈতিক অধিকার হারাবো। কেয়ামতের দিন

মজলুম মুসলমানরা আমাদের বিরুদ্ধে আল্লাহর

দরবারে নালিশ দিবেন; তখন কোনো কৈফিয়ত দেবার

অবকাশ থাকবে না।

আমরা ক্ষমতাসীন বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই

একটি মুসলিম রাষ্ট্রের শাসক

হিসেবে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ান;

ইসরাইলি হত্যাকাণ্ডের জবাবে প্রয়োজনীয় পদক্ষেপ

গ্রহণ করুন।

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244727
১৪ জুলাই ২০১৪ রাত ১১:১৮
চিরবিদ্রোহী লিখেছেন : মুহতারাম শাইখকে ধন্যবাদ তার বিবৃতির জন্য। তবে ওনার মতো ইমামদের কাছে আমরা বিবৃতির উর্ধ্বে কর্মসূচি আশা রাখি।
১৫ জুলাই ২০১৪ রাত ১১:৩৫
190305
Mujahid Billah লিখেছেন : ধন্যবাদ ভাইয়া!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File