হাতজোড় করে বলছি, প্লিজ আমাকে এবার ক্ষমা করুন। এতটা নির্দয় হবেন না। আমাকে আমার মতো বাঁচতে দিন- Gentle Girl খ্যাত শিল্পী ন্যান্সি
লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৫ জুলাই, ২০১৪, ০৬:৪০:৩৩ সন্ধ্যা
মানুষ হিসেবে যে আমরা কতটা জঘন্য আর কতটা নিছু
প্রকৃতির তার নজির আর আপনাদের দেখাবো৷
আর আমরা যে মানি'র মানও দিতে জানিনা তার নজিরও
আজ দেখবেন.......
ন্যান্সি এক নামে সবাই চেনেন৷ সঙ্গীত জগতে আমাদের
দেখা শিল্পীদের মধ্যে একজন, যাকে লোকে 'ভদ্র মেয়ে'
বলেই জানে৷
অথছ আমরা কেউই এখন জানিনা কেমন আছেন আমাদের
দেশের গৌরব জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই
কোকিল কন্ঠী শিল্পী!!
গত ২২ শে অক্টোবরের কথা নিশ্চই সবার মনে আছে??
একটি ফেসবুক স্ট্যাটাসের জের ধরে বর্তমান সরকার
এই শিল্পীকে আর শিল্পী থাকতে দেয়নি৷
বানিয়েছে জঙ্গী, বানিয়েছে জামায়াত-শিবিরের
আশ্রয়দাত্রী, বানিয়েছে সন্ত্রাসীদের মদতদাত্রী !!
টানা দুই মাস সশস্র
পুলিশী হামলা চালানো হয়েছিলো তার বাড়িতে৷ সেই
থেকেই শুরু তার উপর অত্যাচার.....যা
থামেনি আজও........
এ কেমন দেশ রে ভাই?? একজন মানুষ তার মতামত
দিতে পারবে না স্বাধীনভাবে!!!!!
শুধু কি তাই??
শুধুমাত্র রাজনৈতিক কারণে....কৌশলে একের পর এক
সো ক্যানসেল করিয়ে দিয়ে, রাজনৈতিক হয়রানি করে,
রেকর্ডিং বন্ধ করিয়ে দিয়ে.....এই সরকার যে কুত্সিত
চেহারা প্রদর্শন করছে তার নিন্দা জানানোর
কোনো ভাষা নেই........
এখানেই শেষ নয়!!!
সোশ্যাল নেটওয়ার্কেও টিকতে দেওয়া হচ্ছেনা তাকে৷
গত ৮ মাসে তিনি ফেসবুক একাউন্ট তৈরী করেছেন ৫ টি,
ফ্যানপেইজ তৈরী করেছেন একের অধিক৷ কিন্তু সব
গুলোই অতি সুক্ষভাবে ১ মাসের মাথায় বন্ধ
করে দেওয়া হচ্ছে৷ অথবা হ্যাক করা হচ্ছে৷
ন্যান্সি আপুর চোখ পর্যন্ত হয়তো আমার এই
লিখা পৌঁছাবে না, তবে আমি আপনাকে উদ্দেশ্য
করে বলতে চাই-
- এই ১৩ আউলিয়ার দেশে আপনার উচিত
ছিলো আওয়ামী মেশিনে ঢুকে নিজের গায়ে দ্বিতীয়
মুক্তিযুদ্ধার সিল লাগানো৷
- অথবা উচিত ছিলো ১৩ তম পীরের মুরিদ হওয়া৷
- যেহেতু আজব দেশে জন্মেছেন সেহেতু হয়তো উচিত
ছিলো, যে দিকে বৃষ্টি সে দিকে ছাতা দিয়ে চলা৷
যেহেতু তা করেননি সেহেতু বলবো, আপনি চক্রান্ত
কারীদের কাছে আত্ম সমর্পণ করবেন না। চক্রান্ত
কারীরা কাপূরুষ। বীরদর্পে এগিয়ে যান, চক্রান্ত
কারী কাপূরুষরা এক সময় লেজ গুটিয়ে পালাবেই।
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন