হে আমাদের চেতনাধারী ডিজিটাল চুষিল সমাজ?
লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৪ জুলাই, ২০১৪, ১২:৪৯:৪৪ রাত
তোমরা সাপ্তাহে একদিন নামাজ পড়, যদি বলা হয়
কেনো পড় না তাহলে বলো কাজের বড় চাপ, কিন্তু
কোনো ইমানদার ব্যাক্তি অনিচ্ছা সত্ত্বেও এক
ওয়াক্ত নামাজ না পড়তে পারলে সে হয়ে যায় বে-
নামাজি।
কিন্তু কেন ?
- তোমরা শার্ট-প্যান্ট পরলে হয় স্মার্ট, আর ঐ
ব্যাক্তি পরলেই হয় সুন্নত লঙ্ঘন কারি৷
কিন্তু কেনো ?
- তোমরা একটা মেয়ের সাথে চেতনার খেলায়
মেতে উঠলে তা হয় ভালোবাসা, আর কোনো আলোচিত
ব্যাক্তি সৌজন্যতা বজায় রাখতে মেয়েদের
সাথে কথা বললে তা হয় লুচ্চামি৷
কিন্তু কেনো ?
- মেয়েদের সাথে প্রেম করলে হয় রোমাঞ্চ, আর
কোনো আলোচিত ব্যাক্তি করলে তা হয়
বেগানা মহিলার সাথে কথা বলাও হারাম৷
কিন্তু কেনো ?
- তোমরা সিনেমা হলে গেলে তা হয় মজা করা, আর ঐ
ব্যাক্তি টিভির সামনে বসলেই তা হয় হারাম দেখা৷
কিন্তু কেনো ?
- তোমরা বাংলাদেশের সব চেয়ে ঘৃণিত রাজনীতিক দল
এর রাজনীতি করলে তা হয় দেশপ্রেম, আর ঐ
ব্যাক্তি ইসলামি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত
হলে বা সমর্থন তিনি হয়ে যান রাজাকার,পাকিস্তানি,
জঙ্গী আর সন্ত্রাসীদের মদতদাতা। তখন তিনি হয়ে যান
শোষক, হয়ে যান রগ কাটার দল।
কিন্তু কেন ?
- তোমার স্ত্রী/মেয়ে/বোন পর্দা বিহীন বাজারে/চাকুরি/
ভার্সিটি/কলেজ/স্কুলে গেলে তা হয় স্মার্টনেস
বা উপার্জন করার তাগিদে, কিন্তু যখন ঐ ব্যাক্তির
স্ত্রী/মেয়ে/বোন যদি পর্দা করেও
প্রয়োজনে বাজারে বা কোথায়ও যায় তখন
তোমরা আয়াত বলো মহিলার জন্য
বাজারে বা বাহিরে যাওয়া হারাম।
কিন্তু কেন ?
- তোমরা যখন বাইকে অন্যের
মেয়ে কে বেপর্দা অবস্থাই নিয়ে ঘুরাপেরা করে তখন
বলে প্রেম। আর ঐ বেক্তি তার পর্দাসিল
স্ত্রী কে বাইকে নিয়ে ঘুরলে বলে, এই বলে হুজুর। বউ
রে বাইকে করে ঘুরে। এরা নির্লজ্জ।
কিন্তু কেন ?
- তোমাদের বউ/মেয়ে/বোন ঘরে ভারতীয় লুচ্চামি,
ঝগড়া করার সিরিয়াল, হলিউড এর
লুচ্চামি দেখলে তা হয় বিনোদন নেয়া, সময় পার
করা আর ঐ ব্যাক্তির বউ টিভি দেখলেই নাক
উচকিয়ে বলো হুজুরের ঘরে টিভি৷ দুনিয়ার অধপতন
হয়ে গেছে।
কিন্তু কেন ?
- তোমার পরিবার যখন বাসায় অশ্লীলতা, মানুষের
গোপনীয় ফাঁস, আর দুনিয়াবি খারাপ কথা বলে কয়েক জন
মিলে আড্ডা দেয় তখন তা হয় সময় পার করা, যখন ঐ
ব্যাক্তির পরিবার ইসলাম নিয়ে আলোচনা করে, কুরান
হাদিস নিয়ে কথা বলে তখন তুমি বল শয়তানের আড্ডা।
মহিলার জন্যে কি ওয়াজ এসেছে৷ তখন তাদের
নিয়ে জেলে ঢুকাও৷
কিন্তু কেন ?
"বিচার মানি তালগাছ আমার" থিউরি অবলম্বন
কারী চেতনাধারী সুশীলরা এখন আমাকেও ক্ষেত,
আনকালচারড বলে বলে আখ্যায়িত করবে।
কিন্তু, উপরের প্রশ্নগুলো এড়িয়ে যাবার
কি আদৌ কোনো অবকাশ আছে????
হয়তো নেই.........
বিষয়: বিবিধ
৯৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন