আশরাফুলহীন বাংলাদেশকে আমি ঘৃণা করি !!
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৯ জুন, ২০১৪, ০২:৪৮:১৭ দুপুর
হায়রে বাংজ্ঞালী ভুলে গেলী তোর অতীত কে।ভুলে গেলী সেই মানুসটিকে।যে দেশের জন্য এনেছিলো অসীম সম্মান।বিশ্বের দরবারে যে পোঁছে দিয়েছিল বাংলাদেশ নামটি।আজ আমরা বলি আশরাফুল অপরাধী।বলি না কেন সে এই অপরাধ করেছে।না বলার কারন কি সাকিব,তামিম মুসফিক এর মত তারকা খেলোয়াড় দলে খেলা নাকি অতীতকে ভুলে থাকতে চাওয়া।যাই হক আশরাফুল বাংলাদেশ এর সর্বকালের সর্বশেষ্ঠ খেলোয়ার আমার কাছে।
বিষয়: বিবিধ
৯৫৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন