বাবা !

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৭ জুন, ২০১৪, ০১:৫২:০৬ রাত

পৃথিবীর সবচেয়ে দুঃখের, সবচেয়ে যে কাজটি কঠিন -

পিতার অংসে করা যে বহন পুত্র'শবের কফিন ;

যে সন্তানেরে পালিল পিতা রক্ত পানি করে,

সে সন্তানেরে কেমন করে রাখিবে সে গোড়ে ।

কত আদরে, কত সোহাগে আগলে রাখিল বুকের ধন

কিন্তু হায়, কে জানে কার মৃত্যু আসিবে কখন ?

যাবার কথা ছিলো যে আগে (বৃদ্ধ) সেই পিতার,

কিন্তু হায়, তার আগেই খুঁজে পেল পুত্র মরণের দ্বার ।

যখন আসিয়া আজরাঈলে লইবে কাহারো প্রাণ ।

একের বদলে করিবে না কবচ সে যে অন্যের জান ।

তাহা হইলে মরিত না কভু সন্তান পিতার আগে

পিতাই দিত বক্ষপাতিয়া মরণের ভিখ মাগে ।

খোদার নিয়ম কভু খন্ডানো নাহি যায়,

মরণ যাহার আসিবে যখন, মরিতেই হবে তায় ।

নাই নাই কোন আপিল সেথায়, নাই কোন দস্তখত,

মালাকুল মঊত আসিবে যখন শুনিবে না কারো মত ।

লইবে সে প্রাণ নিরবে সরবে বুঝিবে না কারো ব্যাথা -

মেনে নিতে হবে, মেনে নিতে হবে তা; এটাই নিষ্ঠুর মানবতা ।

কিন্তু,

পিতৃহৃদয় বুঝে না সে কথা,

হার মানে তার ব্যাথার কাছে এহেন মানবতা ।

তাই তো সে করে প্রার্থনা, জোড় করি দু'টি হাত -

'' হে রহম রহমান

লহ হেতা তুমি মোরে

ফিরিয়ে দাও মোর সন্তানের প্রাণ ''

কিন্তু তা কি সম্ভব ?

কোন দিনও নয়,

পিতার কাতর দীর্ঘশ্বাস তাই বাতাসেই ভেসে রয় ।

বিষয়: Contest_father

১৩৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File