দুধ টা কি ঐ গরুর নাকি ঐ নারীর ?
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৫ জুন, ২০১৪, ০৭:৫৮:৩৫ সন্ধ্যা
বাংলাদেশে গরুর দুধের বিজ্ঞাপনে গরুকে না দেখিয়ে যখন বিভিন্ন নারীদের স্তন উঁচু করে দেখানো হয় তখন আপনার কি মনে হয় ?
এটা অনেক সেনসিটিভ প্রশ্ন যে দুধ টা কি ঐ গরুর নাকি ঐ নারীর?
এই বিষয়টা আপনাদের মাথায় ঢুকে না অথচ,আপনারা শফি সাহেব নারীদের একটা উদাহরন দিয়েছেন তেঁতুল সম্ভোধন করে তাতেই তুলকালাম হৈ চৈ ।আরেক টা কথা হিন্দুদের অনেক প্রাচিন মুর্তি গুলোর দিকে চাইলে তো বুঝা যায় কতটা নগ্ন মুর্তি কে তারা পূজা করেন যেখানে নারী মুর্তির স্তন খোলামেলা ভাবে দেখা যায়।
আর শফি সাহেব তেতুল উদাহরন দেওয়ায় ছাগুদের গা জ্বলে ।আমি হিন্দু ধর্মে আঘাত করেছি এটা কেউ ভাববেন না তাহলে ভুল হবে । আমি এই কথা বলেছি যারা সারাক্ষন তেতুল হুজুর তেতুল হুজুর বলে তাদেরকে বলছি ।আগুন দেখলে ভয় তো লাগবেই, তেঁতুল দেখলে জ্বিবে পানি আসবেই,সাঁপ দেখলে ভয় লাগবেই আগুনের কাছে জমাট ঘি থাকলে তা গলবেই পরপুরুষ এবং পরনারী এক সাথে থাকলে আকর্ষন হবেই !!!
এটাকে যে অস্বিকার করে সে মিথ্যেবাদী ।
বিষয়: বিবিধ
২১০৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
''জীবনের চলার পথে হয়ত বা মনের অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির সাথে , সময়ের প্রয়োজনে জীবনের বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে , প্রয়োজনের তাকিদে অনেক দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির পাতা থেকে কেউ কাউকে ।''
https://m.facebook.com/story.php?story_fbid=391052004370202&id=100003962184987&refid=17
https://m.facebook.com/story.php?story_fbid=391052004370202&id=100003962184987&refid=17
মন্তব্য করতে লগইন করুন