ওই মেয়েটা ভালো না, আমিও তাকে করছি ?

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৪ জুন, ২০১৪, ০৮:৩৬:৪৬ রাত

প্রেম করেছ নিজের ইচ্ছায়।হোটেলে বা ফ্ল্যাটে sex খেলেছ নিজের ইচ্ছায়।প্রেমিকের সাথে যখন তখন ফোন সেক্স করেছ,সেটাও নিজের ইচ্ছায়।ডেটে গেলে শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে দিয়েছ।কাওকে জিজ্ঞেস কর নাই,কাজটা কি ঠিক না,বেঠিক।

দিন শেষে প্রেমিক তোমাকে ছেঁকা দিয়ে চলে গেল। এখন তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে। এখন বলছ,পৃথিবীর সব ছেলেরাই খারাপ ।তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে,তা তো বলো না। তোমাদের তো এসব লুচু ছেলেরই পছন্দ,যারা লুতু পুতু কথা বলে মেয়ে পটাতে পারে। কখনো কি বোঝার বা জানার চেস্টা করেছ,একজন ছেলের পারসোনালিটি বলতে কি বুঝাই?? যে ছেলে তোমার পিছে ঘুরে,তোমাকে ইম্প্রেস করছে তারকি ভরসা,যে সে অন্য মেয়ের পিছে ঘুরবে না ? কিন্তু না এসবের পর,তুমি যে নিজেই তার হাতে তোমার সম্ভ্রম তুলে দিয়ে,তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছ, তা আর স্বীকার করবে না।

ওই ছেলে নিশ্চিত বাইরে বলে বেরাবে "ওই মেয়েটা ভালো না আমিও করছি"। এই কথা তো আর মিথ্যা না।তাকে এই কথা বলার সুযোগ দিলো কে?

এর পর পুরুষ জাতিকে গালি দিয়ে, বাবা- মা এখন যার সাথে বিয়ে দিবে,তাকেই বেছে নিয়ে চুপ থাকবে।তোমার এই ব্যবহৃত শরীরকে, সতীত্বের মিথ্যা মোড়কে পেচিয়ে,তাকে উপহার দিবে।

হ্যা বাবা-মা যা করে সন্তানের ভালোর জন্য করে।তবে আগে কেন নিজে নিজে পছন্দ করতে গেলে? বাবা-মার উপর কি ভরসা ছিল না,নাকি চুলকানিটা বেশি ছিল??

এই লেখাটা হয়তো অনেকের কাছেই ভালো লাগবে না,অনেকই

বাজে কমেন্টও করতে পারেন। কমেন্ট করতে নিষেধ করছি না ,

কিন্তু বিষয়টা একটু ভেবে দেখবেন।

বিষয়: বিবিধ

১৪০৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234832
১৪ জুন ২০১৪ রাত ০৯:০৫
হতভাগা লিখেছেন : হুমমমমম ! ভাববার জন্য ভাল একটা টপিক এনে হাজির করেছেন ।
১৪ জুন ২০১৪ রাত ১১:০৯
181531
Mujahid Billah লিখেছেন : তাইনাকি ভাইয়া ?
234863
১৪ জুন ২০১৪ রাত ১০:৩৩
সত্যের বিজয় লিখেছেন : চরিত্রহীন মেয়েদের দোষ দেয়ার আগে তাদের অভিভাবকদের পিটানো দরকার ।
১৪ জুন ২০১৪ রাত ১১:১০
181532
Mujahid Billah লিখেছেন : হে,আমিও আপনার সাথে একমত আছি।
১৫ জুন ২০১৪ সকাল ০৮:৫৬
181618
হতভাগা লিখেছেন : পিটানোর আর সুযোগ কি পায় ? মাইরাই তো ফালায় বন্ধু-বান্ধব নিয়া বাবা মারে !
234865
১৪ জুন ২০১৪ রাত ১০:৪৬
আহ জীবন লিখেছেন : ভাই এত খেপছেন কেন?
১৪ জুন ২০১৪ রাত ১১:১৩
181535
Mujahid Billah লিখেছেন : এখনি সময় জেগে উঠার,
১৫ জুন ২০১৪ সকাল ০৯:৪১
181628
আহ জীবন লিখেছেন : গুড, বেষ্ট, বেটার এর ছেয়েও বেশি কিছু করতে হবে। আমাদের অনুভুতিতে এই তিন টার ভুরি ভুরি উদাহরন আছে। সেই সাথে অবিশ্বাসের কশাঘাতে বিশ্বাস ঠুনকো হয়ে গেছে। আপনি যেভাবে জেগে উঠার কথা বলতেছেন আমার মনে হয় ওভাবে জেগে উঠার সময় পেরিয়ে গেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File