মায়ের x এর সথে পিতার y এর মিলনে পুত্র ,আর x এর মিলনে কন্যা সন্তান !!!
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১২ জুন, ২০১৪, ০৩:৩২:২৫ দুপুর
নারীবাদী মুক্তমনা ভাইদের অন্যতম সংলাপ হল,
ইসলামে নারীদের শষ্য ক্ষেত বলা হয়েছে।
কুরানে আছে "তোমাদের স্ত্রী তোমাদের জন্য শষ্য
ক্ষেত। তোমাদের যেভাবে ইচ্ছা ব্যবহার কর, আগামীর
জন্য ব্যবস্থা করতে থাকো এবং আল্লাহকে ভয়
করতে থাকো। আর নিশ্চিত
ভাবে জেনে রাখো আল্লাহর সাথে তোমাদের সাক্ষাত
করতেই হবে আর যারা ঈমান এনেছে তাদের সুসংবাদ
দেও।"
-সূরা বাকারা, আয়াত: ২২৩
যদিও মুক্তমনা ভাইয়েরা পুরো আয়াত কখনো দেন না,
"যে ভাবে ইচ্ছা ব্যবহার কর" অব্দি দিয়েই চিরচারিত
অভ্যেসের প্রতিফলন ঘটান। আয়াতটিতে দুইটি বিষয়
তাদের চুলকানির উদ্রেক করে। প্রথমত, এখানে নারীদের
শষ্যক্ষেত বলা হয়েছে যা তাদের মতে চরম অপমানের
অথচ নারীদের শষ্যক্ষেত বলার যথেষ্ঠ কারন যেমন
আছে, তেমন আয়াতটি কোরানের একটি বৈঙ্গানিক
মিরাকল যা নারীদের দায় থেকে মুক্ত করে।
আধুনিক বিঙ্গান মতে সন্তানের লিঙ্গ নির্ধারনে মায়ের
ভূমিকা নাই। মা xx এর বাহক পিতা xy। মায়ের x এর
সথে পিতার y এর মিলনে পুত্র আর x এর
মিলনে কন্যা সন্তান হবে।
সন্তানের গায়ের রং আর শারীরিক আকারের
ক্ষেত্রে মাতার ফিনোটাইপ প্রচ্ছন্ন ভূমিকা পালন
করে।
দ্বিতীয়ত,
যেভাবে ইচ্ছা ব্যবহারে কথা বলা হয়েছে যা তাদের
মতে নারী নির্যাতনের প্রতীকি সমর্থন অথচ
মুক্তমনা ভাইয়েরা পরের অংশটুকু হয়ত দেখেন নাই
যাতে আছে ' আল্লাহকে ভয় করতে থাকো ' এই অংশের
ব্যাখা ইসলামিক স্কলারগন এভাবে দেন,
এখানে আসলে স্ত্রীর সাথে যৌন সঙ্গমের স্বাধীনতার
কথা বলা হয়েছে, যেমন: স্ত্রীর লজ্জাস্থান লোহন ঠিক
তালাকের মত হারাম না তবে হালালের শেষ পর্যায়।
আবার স্ত্রীর পিছন দিক দিয়েও কিছু
করা যাবে না এক্ষেত্রে আল্লাহ্ কে ভয়ের
কথা বলা হয়েছে।
সারকথা, এই আয়াতর কোথায় নারী নির্যাতনের
প্রতীকি নির্দেশনা আছে তা আমার বোধগম্য না।
তবে মুক্তমনা ভাইয়েদের কথা আলাদা।
বিষয়: বিবিধ
২১৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন