একটা মেয়ে পাখি ও একটা ছেলে পাখির ভালবাসা !!!

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১২ জুন, ২০১৪, ১১:১৯:০১ সকাল

একটা মেয়ে পাখি লাভ করতো

একটা ছেলে পাখিকে,

তারা একসাথে আকাশে গুরে বেড়াতো, গান গাইতো, নীল

আকাশ পারি দিতো।

একদিন মেয়ে পাখিটি পায়ে

ব্যথা পেয়ে পা কেটে ফেললো।

তখন মেয়ে পাখিটি ছেলে পাখিটাকে কেঁদে কেঁদে বললো,

তুমি আমাকে ছেড়ে জাবে নাতো,

তখন ছেলে পাখিটা নিজের দুটি ডানা কেটে ফেললো,

এইবার চাইলেও আমি উড়ে যেতে পারবোনা। একদিন বড়

একটা তুফান এসে তাদের ঘর ভেঙে দিলো। তখন

ছেলে পাখি মেয়ে পাখিকে বললো। তুমি ছলে যাও নিরাপদ

যায়গায়। আমার কথা চিন্তা করোনা। মেয়ে পাখি তার

কথা শুনে উড়ে চলে গেলো নিরাপদ যায়গায়। স্বার্থপর

ঝড় তুফান. চলে যাওয়ার পর মেয়ে পাখিটি এসে দেখলো,

ছেলে পাখির পাশে মাটিতে লেখা ছিলো,

''তুমি যদি একবার

বলতে তুমি আমাকে ছেড়ে যাবেনা "তাহলে আমি ঝড়

তুফান কে হারিয়ে, বেচে থাকতাম শুধু তোমার জন্য।

বিষয়: বিবিধ

২১৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234124
১২ জুন ২০১৪ দুপুর ১২:১০
হতভাগা লিখেছেন :
তখন ছেলে পাখিটা নিজের দুটি ডানা কেটে ফেললো,
এইবার চাইলেও আমি উড়ে যেতে পারবোনা।



এসব ক্ষেত্রে আবেগ প্রকাশ করে ফেলা ঠিক না ।

যে আবেগ প্রকাশ করে সম্পর্ক টিকিয়ে রাখার দায় তার ঘাঢ়ে এসে পড়ে । অন্যজন এটা নিয়ে চরম মজা লুটে।

আবেগ প্রকাশ করে ধরা খায় সবসময় ছেলেরাই ।

মেয়েদের বেলায় একটা কথা বলা হয় '' বুক ফাটে তো মুখ ফোটে না '' ।

এটা বলে বোকা পুরুষরা নিজে নিজে সান্ত্বনা পেতে চায় যে মেয়েটি তাকে এত ভালবাসে যে মুখেই বলতে পারছে না !

সম্পর্কে যখন ঝড় তুফান আসে তখন মেয়েটির এই মৌনতার রহস্য বের হয় । কিন্তু ততক্ষনে তো যা হবার তা হয়ে যায় ।

ছেড়ে যাবার জন্য মেয়েটিকেও চার্জ করতে পারবে না ছেলেটি , কারণ মেয়েটির কষ্টের প্রতি সমব্যথী হয়ে ছেলেটি নিজের ডানা কেটে ফেললেও মেয়েটি কিন্তু এরকম কিছুই করে নি ।

'' তুমি আমাকে বলেছ ভালবাসি , আমি কি তোমাকে বলেছি ভালবাসি ? ''

বোকা ছেলেটি মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না '' থিওড়ীর উপর ভরসা করে কি চরম ধরাটাই না খায় ।
১২ জুন ২০১৪ বিকাল ০৪:৫৩
180887
Mujahid Billah লিখেছেন : তাই তো তোমাকে আমি হতভাগা বলি,
খুব দারুণ বলেছেন, সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ !!
234167
১২ জুন ২০১৪ দুপুর ০১:২০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : গুরে>ঘুরে, গাইতো>গায়তো, পারি>পাড়ি, জাবে>যাবে, ছলে>চলে, যায়গায়>জায়গায়, শুনে>শোনে ইত্যাদি! বানানের ক্ষেত্রে আরেকটু সথর্ক হবেন। দারুন লেখা...শুভ কামনা রইলো আপনার জন্য!
১২ জুন ২০১৪ বিকাল ০৪:৫৫
180891
Mujahid Billah লিখেছেন : ধন্যবাদ ভাইয়া,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File