বিদায়ী ছাত্র ভাইদের জন্য আমার এই "বিদায়ী বেদনা " কবিতাটি উৎসর্গ করলাম।

লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৮ জুন, ২০১৪, ০১:০১:২০ রাত

আশা করি সবাই ভাল আছেন।কিন্তু আমি ভাল নেই ! আজ কেন

জানি নিজেকে খুব একা একা মনে হচ্ছে।কারণ, বিদায়ের

বেদনায়।দীর্ঘ দিন যাবত মাদ্রাসায় ছাত্রর ভাইদের

সাথে একি পথে চলা-ফেরা, উঠা-বসা করেছিলাম,আজ

তাদের ছেড়ে একা চলে আসলাম গ্রামের বাড়িতে।

কোনদিন ও ভাবিনি তাদের বিদায়ে এতটা কস্ট পাব।

তাই ছোট-বড় বিদায়ী ছাত্র ভাইদের জন্য আমার এই

"বিদায়ী বেদনা " কবিতাটি উৎসর্গ করলাম।

জানিনা আর কি আসিব আমি তোমাদেরেই মাঝে।

ব্যার্থ হয়োনা যেন, তোমরা আমাকে খুঁজে।।

আমি চলে গেলে আসিবে নতুন জন।

তারে তোমরা করে নিও একান্ত আপন।।

বিদায়ের স্মৃতি বড় বেদনা দায়ক।

বহু আশা নিয়ে এসেছিলাম তব দ্বারে।

শত ব্যাথা বুকে নিয়ে আসিলাম ফিরে।।

তোমাদের মনে থাকবে মোর আমরণ।

যতকাল বেঁচে থাকি করিব স্মরণ।।

বিদায় বেলায়, আমি তাই বলে যায়।

অন্যায় যদি করে থাকি তোমাদের কাছে,

সব টুকু ফেলে দিও মন থেকে মুছে।

এ জীবনে যত দুঃখ যাবে সব ঘুচে।

হে,বিদায়ী ছাত্র ভাইয়েরা সবাই ভাল,সুস্থ ও

নিরাপদে থাক এটাই আমার শেষ কামনা।

বিষয়: বিবিধ

৪৮৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File