আই লাভ ইউ.....

লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৫ জুন, ২০১৪, ০৬:১০:৩৮ সন্ধ্যা

কিছুক্ষন আগে দেখলাম, গাড়িতে বসে এক বাবা তার মেয়ের কপালে চুমু খাচ্ছেন। বলছেন, " আই লাভ ইউ আম্মু"। ৮-১০ বছর বয়সী মেয়েটিও পাল্টা চুমু খেয়ে জবাব দিল, " আই লাভ ইউ আব্বু"। পুরোনো একটা কথা মনে হয়ে আমার মন খারাপ হল। আঁতকে উঠলাম। চার বছর আগের কথা। তখন আমাদের পাশের বাসার মহিলা ছাদে দাঁড়িয়ে নীরবে কাঁদছিল। জিজ্ঞেস করলাম, " কি হয়েছে আন্টি?" উনি প্রথমে জবাব দিতে না চাইলেও, পরে সব বললেন। শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তাদের একমাত্র মেয়ে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে। কারন, মেয়েটার পছন্দের ছেলের সাথে তাকে বিয়ে দিতে তারা রাজি নন।এই মহিলা জানালেন, "ছেলেটা নাকি বখাটে টাইপের।" মহিলা কান্নাজড়িত কন্ঠে বলতে থাকলেন, " ২০ বছর ধরে যে মেয়েকে চুল পরিমাণ কষ্ট দেই নি, যখন যা চেয়েছে তা-ই

দিয়েছি, আজ সেই মেয়ে একটি ছেলের জন্য আমাদেরকে মামলার ভয় দেখায়!" আজ সকালের দৃশ্যটা দেখে সেই কথাগুলো আবার

মনে পড়লো। প্রতিটা ছেলেমেয়েকেই পিতামাতা অসম্ভব আদর স্নেহ দিয়ে বড় করে তুলেন। তারপর বড় হয়ে যদি সেই ছেলেমেয়েই

পিতামাতার অবাধ্য হয়, এর চেয়ে কষ্টদায়ক আর কি হতে পারে!

আই লাভ ইউ আম্মু" <3 "আই লাভ ইউ আব্বু

বিষয়: বিবিধ

১৫৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231073
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
কুশপুতুল লিখেছেন : "আই লাভ ইউ...."
কারে কইছেন এই কথা?
ঘুষি দিমু।
০৫ জুন ২০১৪ রাত ১১:৩৫
177908
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Surprised Surprised Surprised নিজের কি শুনতে ইচ্ছে করছে আপু?
231140
০৫ জুন ২০১৪ রাত ১০:৩৭
গোলাম মাওলা লিখেছেন : I love u kusputol
231172
০৫ জুন ২০১৪ রাত ১১:৩৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : বেশী আদর দিলেই হবে না তাদেরকে নৈতিক শিক্ষাটাও দিতে হবে। না দিলে ঐশির মত হয়ে যাবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File