কলেজ ভার্সিটি পড়ুয়া তরুণীরা !!

লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৭ মে, ২০১৪, ১২:০২:০৮ রাত

মেয়েদের মধ্যে বিশেষ

করে ভার্সিটি পড়ুয়া তরুণীরা নিজেকে স্মার্ট ও

আধুনিকা প্রমান করার জন্য ফতুয়া-জিন্স

পড়ে থাকে। এই

পোশাকের পাপ তিন প্রকারঃ

- ১. পুরুষদের পোষাক পড়া - রাসুলুল্লাহ (সাঃ)

অভিশাপ

দিয়েছেন ঐ সমস্ত নারীদের প্রতি যারা পুরুষদের

পোশাক

পড়ে আর যে সমস্ত পুরুষেদের প্রতি যারা নারীদের

পোশাক পড়ে (আবু দাউদ ৪০৯৭, ইবনে মাজাহ ১৯০৪)।

-

২. ফাহেশা বা অশ্লীলতা - এই পোশাকে নারীদের

শরীরের

অবয়ব প্রকাশ পায়, যা ফাহেশা কাজের

অন্তর্ভুক্ত। -

৩. ওড়না না পড়া - বাইরে বের হলে নারীদের

হিজাবের

(মাথার ছোট্ট একটা রুমাল না, রেগুলার কাপড়ের

উপরে অন্য একটা লম্বা ও ঢোলা কাপড়

দিয়ে সারা শরীর ঢাকা কমপ্লিট পর্দা)

উপরে এক্সট্রা বুকের

উপরে কাপড়

দিয়ে বের হওয়ার আদেশ আল্লাহ কুরানেই উল্লেখ

করেছেন

(সুরা আন-নূর ও সুরা আল-আহজাব)।

- এই মেয়েগুলা প্রাপ্তবয়ষ্কা হলে তারা নিজেরাই

আগুনে যাওয়ার পথের দিক হাটছে তবে এদের

বাবা বা পুরুষ

গার্জিয়ানেরাও এর জন্য দায়ী থাকবেন।

একটা মেয়েকে ছোটবেলা থেকে হিজাব

পর্দা শেখানো একজন বাবার জন্য ফরয।

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226764
২৭ মে ২০১৪ রাত ১২:০৭
জুলকারনাইন সাবাহ লিখেছেন : ভালো লাগলো পিলাচ
226809
২৭ মে ২০১৪ রাত ০২:১৬
সুজা মানুস লিখেছেন : Puppy Dog Eyes অনেক ধন্যবাদ
226851
২৭ মে ২০১৪ সকাল ০৬:২৪
আমীর আজম লিখেছেন : সহমত।
226862
২৭ মে ২০১৪ সকাল ০৮:০১
Sada Kalo Mon লিখেছেন : আপনি একদম হাঁচা কথাই কইছেন, আর এখন এই সব উলঙ্গপনা একদম স্বাভাবিক হয়ে গেছে। চারদিকে শুধুই বেহায়াপনার উল্লাস
226999
২৭ মে ২০১৪ বিকাল ০৪:১৬
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঠিক বলেছেন। নামাজ আদায় করা যেমন ফরজ ঠিক তেমনি পর্দা করা ফরজ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File