ভ্রু প্লাক করা হারাম

লিখেছেন লিখেছেন Mujahid Billah ২১ জানুয়ারি, ২০১৪, ১২:৩৯:৪৭ রাত

বর্তমান সময়ের ফ্যাশন

সচেতন বোনেরা অনেকেই ভ্রু প্লাক করে থাকেন

এবং নানা রঙের নানা ধরনের পরচুলাও ব্যাবহার করে থাকেন।

অথচ যারা এমন করেন, রাসুল (সাঃ) তাদেরকে অভিশাপ

দিয়েছেন। কাজেই বোনেরা আল্লাহকে ভয় করুণ এবং এই

ধরনের হারাম কাজ থেকে বিরত থাকুন।

▣ আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) কর্তৃক বর্ণিত,

তিনি বলেন, 'আল্লাহর অভিশাপ হোক সেই সবনারীদের

উপর, যারা দেহাঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং যারা করায়,

এবং সেসব উপর, যারা ভ্রু চেঁছে সরু (প্লাক) করে,

যারা সৌন্দর্য মানসে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে,

যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে।' জনৈক

মহিলা এ ব্যাপারে তার (ইবনে মাসউদের) প্রতিবাদ

করলে তিনি বলেন, 'আমি কি তাকে অভিসম্পাত করব না,

যাকে আল্লাহর রাসুল (সাঃ) অভিসম্পাত করেছেন

এবং তা আল্লাহর কিতাবে আছে? আল্লাহ বলেছেন, "রাসুল

যে বিধান তোমাদেরকে দিয়েছেন তা গ্রহন কর, আর

যা থেকে নিষেধ করেছেন, তা থেকে বিরত থাক।

(সূরা হাশরঃ ৭)" [সহীহ বুখারী ৪৮৮৬, ৪৮৮৭, ৫৯৩১, ৫৯৪৩,

৫৯৪৮]

▣ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ)

যে মহিলা পরচুলা লাগিয়ে দেয় এবং যে পরচুলা লাগাতে বলে,

আর যে মহিলা অঙ্গ প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করে ও

উল্কি উৎকীর্ণ করতে বলে তাদেরকে অভিশাপ করেছেন।

[সহীহ বুখারী ৫৯৩৭, ৫৯৪০, ৫৯৪২, ৫৯৪৭]

দয়া করে গুরুত্বপূর্ণ এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন

না_:

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165109
২১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫০
গেরিলা লিখেছেন : আজরয়া কথা
165134
২১ জানুয়ারি ২০১৪ রাত ০৪:২৯
শেষ বিকেলের লিখেছেন : খাইয়া্-লইয়া আর কাম নাই?
165138
২১ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:১৮
আশা জাগানিয়া লিখেছেন : দরকারী পোস্ট। জাযাকআল্লাহু খাইর। Rose Good Luck
165173
২১ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৪
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Praying
165207
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২২
ইক্লিপ্স লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
165285
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৮
মারুফ_রুসাফি লিখেছেন :
214388
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৩
215129
৩০ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৮
Mujahid Billah লিখেছেন : thanx bro

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File