মুসলিম অধ্যুসিত দেশ সমূহে জনগণের শত্রু হলো :

লিখেছেন লিখেছেন মুহাম্মদ_২ ০৯ জুন, ২০১৪, ১১:১৪:২৮ রাত



(১) উপনিবেশবাদী কুশিক্ষিত রাজনৈতিক বাটপারদের সরকার

(২) বেতনভুক অস্ত্রধারী সেনাবাহিনী ও পুলিশ বাহিনী

(৩) বেতনভুক ঘুষখোর আমলা, কর্মকর্তা ও কর্মচারী

(৪) ধর্মব্যবসায়ী হারামখোর পীর, মাদ্রাসা শিক্ষক ও ইমাম।

বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ মানব, নবী-রাসূলগণ এবং তাঁদের একনিষ্ঠ অনুসারীরা। খাঁটি ঈমানদাররা সকল বর্ণবাদ, গোত্র ও ভাষা সাম্প্র্রদায়িকতার উর্ধে সেরা আদম সন্তান। বর্ণবাদ, গোত্রবাদ, ভাষাবাদ ও রাষ্ট্রীয় সীমাবাদীরা নিকৃষ্ট দূরারোগ্য ব্যাধিগ্রস্থ প্রজাতি। বিশ্বমানবজাত ও প্রজাতির মধ্যে ধর্মীয় বিচারে আরবরা সর্বযুগে নিকৃষ্ট প্রজাতি ছিলো। আরবরাই বর্তমানে বিশ্বসৃষ্টির ঐক্য, তাওহীদের পথে প্রধান বাধা ও অন্তরায়। বিশ্বমানবের ঐক্য ও বিশ্ব শান্তির সর্বকালীন পূর্ণ আদর্শ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ সঃ। হযরত নূহ্, ইব্রাহীম, মূসা ও ঈসা আঃ-দের তিনি যোগফল। মা বারাকাহ্, মা খাদীজাহ্, যায়দ, বেলাল, আম্মার, ইব্ন মাস্উদ, সুহাইব, খাব্বাব্, সাওবান, সালমান ও উসামাহ্ রা তাঁর আদর্শ পরিবার। তারা ও তাদের অনুসারীরা অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে “রাদি আল্লাহু আনহু”। কোনো গোত্র, বর্ণ ও সময়ের লোকেরা নয়।

বিষয়: বিবিধ

৯২৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233161
১০ জুন ২০১৪ সকাল ১১:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্যিই বলেছেন।
এই দেশগুলিতে এই শ্রেনির মানুষগুলির উপর নির্ভর করেই শোষন চালিয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদিরা। আর আমরা এদেরকে উচ্চশিক্ষিত মনে করে সন্মান করি!!!
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
179999
মুহাম্মদ_২ লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File