প্রতিদিন পঠিত মাত্র ১০৫ টি শব্দের অর্থ শিখে পবিত্র কুরআনের ৪০% শব্দের অর্থ জানুন-৫

লিখেছেন লিখেছেন মুহাম্মদ_২ ১৩ নভেম্বর, ২০১৩, ০৬:৩৩:৩৭ সকাল

দরুদ

اَللّهُمَّ আল্লাহুম্মা-হে আল্লাহ

صَلِّ সল্লি-রহমত নাযিল কর

عَلَىٰ مُحَمَّدٍ আলা মুহাম্মাদীন-মুহাম্মাদের উপর

وَعَلَىٰ ওয়া আ’লা-এবং উপর

ا ٰلِ مُحَمَّدٍ আলি মুহাম্মাদীন-মুহাম্মাদের বংশধরগণ

كَمَا صَلَّيْتَ কামা সল্লায়তা -যেমন তুমি রহমত নাযিল করেছিলে

عَلَىٰ إِبْرَاهِيمَ আলা ইবরাহীমা-ইবরাহীমের উপর

وَعَلَىٰ ওয়াআলা-এবং উপর

ا ٰلِ আলি-বংশধরগণ

إِبْرَاهِيمَ ইবরহীমা-ইবরাহীমের

إِنَّكَ ইন্নাকা-নিশ্চয় তুমি

حَمِيدٌ হামিদুন-প্রশংনীয়

مَّجِيدٌ মাজীদুন-সম্মানীয়

اَللّهُمَّ আল্লাহুম্মা-হে আল্লাহ।

بَارِكْ বারিক-বরকত নাযিল কর

عَلَىٰ مُحَمَّدٍ আলা মুহাম্মাদীন-মুহাম্মাদের উপর

وَعَلَىٰ ওয়াআলা-এবং উপর

ا ٰلِ আলি-বংশধরগণের

مُحَمَّدٍ মুহাম্মাদীন-মুহাম্মাদের

كَمَا কামা-যেমন

بَارَكْتَ বারাকতা-তুমি বরকত নাযিল করেছিলে

عَلَىٰ إِبْرَاهِيمَ আলা ইবরাহীম-ইবরাহিমের উপর

وَعَلَى ا ٰلِ ওয়া আ’লা আলী-এবং বংশধরগণের উপর

إِبْرَاهِيمَ ইবরাহীম-ইবরাহিমের

إِنَّكَ ইন্নাকা-নিশ্চয় তুমি

حَمِيدٌ হামিদুম-প্রশংসনীয়

مَّجِيدٌ মাজীদুন, সম্মানীয়

অর্থ: হে আল্লাহ ! মুহাম্মাদের উপর এবং মুহাম্মদের বংশধরগনের উপর রহমত নাযিল কর। যেমন তুমি রহমত নাযিল করেছিলে ইবরাহিম এবং ইবরাহিমের বংশধরগণের উপর। নিশ্চয় তুমি প্রশংসনীয় সম্মানীয়। হে আল্লাহ ! মুহাম্মাদের উপর এবং মুহাম্মদের বংশধরগণের উপর বরকত নাযিল কর। যেমন তুমি বরকত নাযিল করেছিলে ইবরাহিম এবং ইবরাহিমের বংশধরগণে উপর। নিশ্চয় তুমি প্রশংসনীয়, সম্মানীয়।

O Allah! Send peace on Muhammad and on the family of Muhammad as you sent peace on Ibrahim and on the family of Ibrahim. Indeed you are worthy of praise, full of glory. O Allah! Send blessings on Muhammad and on the family of Muhammad as You sent blessings on Ibrahim and on the family of Ibrahim. Indeed you are worthy of praise, full of glory.

বিষয়: বিবিধ

১৩২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File