প্রতিদিন পঠিত মাত্র ১০৫ টি শব্দের অর্থ শিখে পবিত্র কুরআনের ৪০% শব্দের অর্থ জানুন-৪
লিখেছেন লিখেছেন মুহাম্মদ_২ ০৮ নভেম্বর, ২০১৩, ০৬:৪১:২০ সন্ধ্যা
তাশাহুদ
اَلتَّحِيَّاتُ আত্তাহিয়্যাতু যাবতীয় ইবাদত ও অর্চনা (মৌখিক)
للهِ লিল্লাহী আপনার জন্য
وَالصَّلَوَاتُ ওয়াস্সলাওয়াতু এবং শারীরিক ইবাদত
وَالطَّيِّبَاتُ ওয়াত্ব ত্বয়্যিবাতু এবং আর্থিক ইবাদত
اَلسَّلاَمُ আস্সালামু শান্তি
َعلَيْكَ আলাইকা আপনার উপর
اَيُّهَاالنَّبِيُّ আয়ি্যূহান্নাবিয়্যু হে নবী
وَرَحْمَتُ اللهِ ওয়া রহমাতুল্লাহী এবং আল্লাহর রহমত
وَبَرَكَاتُه، ওয়া বারাকাতুহ্ এবং তাঁর বরকত
اَلسَّلاَمُ আস্সালামু শান্তি
عَلَيْنَا আলাইনা আমাদের উপর
وَعَلَىٰ ওয়া আলা এবং উপর
عِبَادِ اللهِ ঈবাদিল্লাহী আল্লাহর বান্দাদের
الصَّالِحِينَ আস্ সলিহীন নেক
أَشْهَدُ أَنْ আশহাদুআন আমি সাক্ষ্য দিচ্ছি যে
لاَّ إِلـٰـهَ আল্লাইলাহা ইবাদতের যোগ্য কোন ইলাহ্ নেই
إِلاَّ الله ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া
وَأَشْهَدُ أَنَّ ওয়া আশহাদু আন্না এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে
مُحَمَّدًا মুহাম্মাদান মুহাম্মদ (সা
عَبْدُه، আবদুহু তার বান্দা
وَرَسُولُه، ওয়া রসূলুহু ও তার রাসুল
অর্থ : যাবতীয় ইবাদত ও অর্চনা (মৌখিক, শারীরিক এবং আর্থিক) আল্লাহর জন্য। হে নবী আপনার ওপর শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত। আমাদের এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোন সত্য মাবুদ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা তাঁর বান্দা ও রসুল।
বিষয়: বিবিধ
১৪৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন