প্রতিদিন পঠিত মাত্র ১০৫ টি শব্দের অর্থ শিখে পবিত্র কুরআনের ৪০% শব্দের অর্থ জানুন-৩

লিখেছেন লিখেছেন মুহাম্মদ_২ ০৭ নভেম্বর, ২০১৩, ০৬:২৯:৩৬ সকাল

সূরা ১১৪: নাস

قُلْ ক্বুল বল

أَعُوذُ আউযু আমি শরণ নিচ্ছি

بِرَبِّ বিরব্বি প্রতিপালকের

النَّاسِ নাস্ মানুষের

مَلِكِ মালিকী অধিপতি

النَّاسِ নাস্ মানুষের

إِلـٰـهِ النَّاسِ ইলাহিন্নাস্ মানুষের ইলাহের নিকট

مِن شَرِّ মিং শাররী অনিষ্ট থেকে

الْوَسْوَاسِ ওয়াস্ওয়াসী কুমন্ত্রণাদাতার

الْخَنَّاسِ খান্নাস্ আত্মগোপনকারী

الَّذِي আল্লাযী যে

يُوَسْوِسُ ইউ ওয়াস্ ওয়ীসু কুমন্ত্রণা দেয়

فِي صُدُورِ ফী সুদুর অন্তরে

النَّاسِ নাস্ মানুষের

مِنَ الْجِنَّةِ মিনাল জিন্নাতি জিনের মধ্যে থেকে

وَالنَّاسِ ওয়ান্নাস্ এবং মানুষের মধ্যে থেকে

অনুবাদ : (১) বল আমি শরণ নিচ্ছি মানুষের প্রতি পালকের

(২) মানুষের অধিপতির নিকট।

(৩) মানুষের ইলাহের নিকট।

(৪) আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে

(৫) যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

(৬) জিনের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে।

Translation: 1. Say: I seek refuge in the Lord of mankind, 2. The King of mankind, 3. The God of mankind, 4. From the evil of the sneaking whisperer, 5. Who whispers in the hearts of mankind, 6. Of the jinn and of mankind.

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File