কুনুতে নাযেলা
লিখেছেন লিখেছেন মুহাম্মদ_২ ১৬ জুলাই, ২০১৩, ০৭:৩৫:৩৩ সন্ধ্যা
(বিশ্বাসৗ-ঈমানদার জনগোষ্ঠির উপর সমাজ ও রাষ্টৗয় পাপে যখন আল্লাহর গজব আত্যাসন্ন হয়্ তখন সমাজ ও মানব জাতির মুক্তির জন্য প্রত্যহ মাগরিব ও ফজরের পর আবশ্যকরনৗয় বিশেষ তাওবা, শপথ ও মুনাজাত ।রাসুল স: স্বয়ং তা করেছেন এবং করতে র্নিদেশ করেছেন ।হালাল ভোগৗ ইমাম পড়বে ও তওবাকারৗ মুক্তাদৗরা "আমিন" বলবে ।)
# সকল হামদ আল্লাহ আপনার, আপনি আমাদের রাব্ব্ ও রাব্বুল আলামিন । আপনি রাহমান, আপনি রাহিম । আপনি দ্বীন, দুনইয়া ও ক্বেয়ামতের দিনের একমাত্র মালিক ।
# সব ছেড়ে, সবাইকে ত্যাগ করে আমরা আপনার বন্দেগৗ ঘোষনা করছি ।কাফের, মুশরিক,মুনাফিক্ব ও মুলহিদ সমাজের সকল মানুষ ও আত্নৗয় স্বজনকে ত্যাগ করে আমরা আপনার দিকে ,আপনার জন্য ,আপনার পথে , হিজরত করছি ।
# আমাদের আপনি আপনার সন্তষ্টির পথে পরিচালিত করুন, যে পথে আপনি পুরস্কৃত করেছেন আদম সন্তানের নবৗ, রাসুল, সিদ্দৗক ও শহৗদদের ।
# আমরা তাদের মধ্যে কোন পার্থক্য করিনা । নবীদের মাধ্যমে যা জেনেছি ও আপনার ক্বোরআনে যা পড়েছি, তা সব শুনলাম, তা সব মানলাম ।আমাদের ভুলত্রুটি আপনি মাফ করে দিন । আমরা আপনার দিকে ছুটলাম,যে পর্যন্ত না ক্বেয়ামতের মাঠে আপনার দীদারের মুখোমুখী হবো ।
# ইয়াহুদী,খ্রীষ্টান ও অন্যান্য পথভ্রষ্ট ও অভিশপ্তদের পথ ও পরিণাম থেকে আপনি আমাদের রক্ষা করুন ।তাদের থেকে আমাদের আপনি পৃথক করুন,যেমন পূর্ব থেকে পশ্চিম কে, এবং উত্তর থেকে দক্ষিণকে আপনি পৃথক ও দূর করেছেন ।
# "ইয়া হাইউ, ইয়া ক্বাইউম", আমরা সকল দেশ ও জাতীয় তাগুতকে ত্যাগ করলাম ।আপনি আমাদের সকল অন্ধকার থেকে আপনার নূর, আলোর দিকে বের করে আপনার দিকে চালিত করুন ।আমাদের জন্য আপনার নূর ও নে'য়ামত কে পূর্ণ করুন, যদিও কাফের মুশরিকরা তা অপছন্দ করে ।
#ইয়া আল্লাহ, আপনি আমাদের আপনার সন্মানে সন্মানিত করুন, আমাদের জলে, স্থলে ও আকাশ পথে একচ্ছত্র করে আপনার দিকে ধাবিত করুন, এবং অন্যান্য সকল বিভক্ত জাতিসমূহের উপর আপনার দ্বীন, কালেমা ও তাওহীদ প্রতিষ্ঠার জন্য প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দান করুন ।
# ইয়া আল্লাহ, আপনি আমাদের সেই ইমাম দান করুন,যার পরিচয়ে আমাদের রোজ ক্বেয়ামতে ডাকবেন ।দুন্ইয়া ও আখিরাতে আপনি আমাদের আমল নামা ডান হাতে ধারণ করার তৌফিক দান করুন ।
# ইয়া আল্লাহ, আমাদের চোখ ও দৃষ্টি থেকে দুন্ইয়ার পর্দা অপসারণ করে আমাদের সামনে পরকাল কে চাক্ষুস করে দিন ।যারা পরকাল সম্পর্কে অন্ধ, তাদের থেকে আমাদের এ পৃথিবীতেই আলাদা করে দিন ।
# ইয়া আল্লাহ, যে সমস্ত ছেলে-মেয়ে,স্ত্রী পরিজন,আত্মীয়-স্বজন ও রাষ্ট্র ও সরকার আপনার ''অহীর"পথ থেকে আমাদের বিচ্যুত করে শয়তান ও মানুষের তৈরী জীবন বিধান,শিক্ষা ও শাসনতন্ত্রের দিকে টেনে নিতে চায়, আপনি আমাদের তাদের পথ ও মত থেকে হেফাজত করে , তাদের ফিতনা থেকে আমাদের রক্ষা করুন, যাতে আমরা একটুকুও তাদের দিকে না ঝুকি ।আপনি আমাদের তাদের সকল ষড়যন্ত্রে মুক্বাবেলা করার তৌফিক দান করুন ।
# ইয়া আল্লাহ, আপনি আমাদের নামাজ ক্বায়েম,ও নামাজ ভিত্তিক সমাজ ক্বায়েমের জন্য ইমামত ভিত্তিক নেতৃত্বে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করুন । আপনি আমাদের আপনার কর্তৃত্বে প্রতিষ্ঠিত করুন, আমাদের জিহবা ও ভাষা কে সত্য ও সর্বশ্রুত করে দিন
# "সত্য" প্রকাশ পেয়েছে, বিশ্বময় "বাতিল" তার অসারতা প্রমাণ করেছে, আপনি আপনার ও আমাদের হাতে বাতিলকে নির্মূল ও নিশ্চিহ্ন করে দিন ।
# ইয়া আল্লাহ, আপনি ক্বোরআন কে আমাদের সকল সমস্যা ও রোগের নিরাময়ক করে দিন । কাফের ও মুশরিকদের ক্বোরআনের দ্বারা নির্মূল করার তৌফিক আমাদের দান করুন ।যাতে আপনার পৃথিবী আপনাকে সিজদা করার জন্য মুশরিকদের অপবিত্রতা থেকে মুক্ত ও পবিত্র হয় ।
# হে আল্লাহ, আপনিই হক্ব, এবং আপনার বাণীই হক্ব ও সত্য । পৃথিবীতে আপনার "দ্বীন"ই সবচেয়ে বড় সম্পদ । তাওহীদ ভিত্তিক আপনার খালিস্ দ্বীনকে বিশ্বময় প্রতিষ্ঠার জন্য আমাদের জান মাল সহ সকল সম্পদ আপনার পথে নি:শেষ করার ঈমান ও তৌফিক দান করুন ।
# ইয়া আল্লাহ, আপনি আপনার হাতে আমাদের "ক্বালব",অন্তরে "আল্ ঈমান" অঙ্কিত করে আপনার "রুহ" দিয়ে আমাদের সমৃদ্ধ করে দিন,এবং আমাদের আপনার দল "হিযবুল্লাহ" ও আপনার সৈনিক "জুনদুল্লাহ" রুপে তৈরী করে, দৃঢ় করে সীসা ঢালা প্রাচীরের মতো একদল,এক জামাত, ও ধনুকের ছিলার মতো সোজা এক লাইন,"ছফফ্" করে দিন ।
# ইয়া আল্লাহ, আপনি আমাদের আপনার আখেরী নবী,"খাতামুন্ নাবিঈন"মুহাম্মদ (স এর পর পৃথিবীতে পাঠিয়েছেন,যার মৃত্যুর পরই বর্বর আরবরা তার প্রতিষ্ঠিত "উসওয়াতুন হাসানাহ্" ও "খুলুকুন আযীম" ত্যাগ করে একমাত্র "উম্মাতুল্ ইসলাম" কে মোহাজির আনসার, মক্কী মাদানী, ক্বোরেশ অক্বোরেশ,সাইয়েদ হাশেমী,ও আরব অনারবে বিভক্ত করে তার প্রিয়তম খাটি মজলুম ও নির্যাতিত থেকে তৈরী সঙ্গী ও অনুসারী যায়েদ,বেলাল,আম্মার,ইবন্ মাসউদ,সুহাইব, আবু যার,সালমান,সালেম,ও উসামাদের নির্মূল করে, ইসলামের পর পূন: আরবী গোত্রীয় জাহিলিয়্যাতকে মানব জাতির উপর চাপিয়ে দিয়েছে ।
# ইয়া আল্লাহ,আপনি সব জানেন,আপনি "আলীম"আপনি "খাবীর"আপনি "সামী" আপনি "বাসীর"।আপনার আখেরী নবী (স বলেছেন,"আমার রিসালাত প্রতিষ্ঠার পর আর রোমান "সিজার" ও পারস্য "খসরু"দের মতো কোন "মানুষের উপর মানুষের খোদায়ীর" রাজতন্ত্র থাকবে না,যেমন তার আগমনের পূর্বে,নমরুদ ,ফেরাউন,আদ সামুদদের আপনি নির্মূল করে ছিলেন।আপনার প্রিয় হাবীব (স ও তার প্রিয় অনুসারীরা তা-ই করে ছিল ।কিন্তু,পৃথিবীর বুকে আপনার প্রথম ঘর "কাবাহ্" ও ততসংলগ্ন আপনার খলীল ইব্রাহীম,যবীহ্ ইসমাঈল ও আপনার শেষ নবী (স কর্তৃক প্রতিষ্ঠিত ও বিশ্ব মানুষের হেদায়াতের জন্য প্রতিষ্ঠিত "বাসিন্দা ও বহিরাগতদের সমান অধিকারের" ভিত্তিতে বিশ্ব সম্মেলন "হজ্বের" কেন্দ্রকে পূন: দখল করে মক্বার ক্বোরেশী উমাইয়াহ্ ও আব্বাসীরা "বালাদুল আমীন"মক্বাহ্ ও বালাদুর রাসুল মদীনাহ্ কে পূন: লাঞ্ছিত ও অপবিত্র করে,পূন: কুফরী ও শির্কী উমাইয়া ও আব্বাসী রাজতন্ত্র প্রতিষ্ঠা করে আপনার খলীল ও হাবীবের হজ্বকে নির্মূল করেছে ।
# ইয়া আল্লাহ, বর্তমান নামধারী মুসলিম বিশ্ব উমাইয়া ও আব্বাসীদের অনুসারী মুর্তাদ, মুশরিক, মুনাফিক্ব,মুলহিদ ও জালিমদের শাসন,শোষণ ও শির্ক দ্বারা অপবিত্র ।
# ইয়া আল্লাহ, আপনি যেমন উমাইয়া ও আব্বাসীদের ক্রুসেডার ও চেঙ্গিস হালাকুদের দিয়ে নির্মূল করেছেন,মোঘল পাঠানদের নিশ্চিহ্ন করেছেন,এবং সর্বশেষে রাশিয়াকে খন্ড বিখন্ড করেছেন,তদরুপ, ইউরোপ ও আমেরিকা সহ বর্তমান বিশ্বের সকল দাজ্জাল আরব-অনারব তাগুত, ও দাজ্জালদের নেতা-"মসিহুদ্দাজ্জাল"ইয়াহদী-খৃষ্টান আমেরিকাকে ধ্বংস করে দিন।
# আল্লাহুম্মা, ইয়া রাব্বানা, আপনার খলীল, আমাদের পিতা ইবরাহীমের মিল্লাতকে "নিমকহারাম"ইয়াহুদীরা বিভক্ত করে ইয়াহুদী ও খৃষ্টবাদের দুটি মায্হাব সৃষ্টি করেছিল ।আপনি তাদেরকে "মাগদূব ও দোয়াল্লীন" অভশিপ্ত ও বিপথগামী ঘোষণা করে আপনার আখেরী নবী (স দিয়ে তাকে পূন: তাওহিদে একত্র করে ছিলেন । আপনার শেষ নবীর বিদায়ের পর আরব বর্বররা তাকে পূন: সুন্নী, শিয়া ও অসংখ্য মাযহাবে বিভক্ত করে আপনার খলিফা আদম সন্তানদের "বিশ্ব দাজ্জাল" আমেরিকার গোলামে রুপান্তরিত করেছে ।
# ইয়া আল্লাহ,মোমেনদের অভিভাবক,আমরা আপনার"ক্বসম"ফজর,দশ রাত্র ও জোড় বেজোড়ের উসিলা ধরে আপনার দরবারে "কুনুতে নাযেলা" বা মহাবিপদ থেকে মুক্তির বিশেষ তাওবা করছি,আপনার তাওহীদের চরম শপথ নিচ্ছি এবং আপনার বিশেষ দয়া ও সাহায্যে বিজয় ভিক্ষা করছি ।
# ইয়া আল্লাহ,আমরা বিশ্বাস করি যে,আপনি পৃথিবীর বহু মহা প্রতাপশালী শক্তিধর জাতি সমূহ,যেমন,আদ,সামুদ,নমরুদ ও ফিরআউনদের নিপাত করেছেন ।কিন্তু আমরা আপনার খলীল,আমাদের দ্বীনী পিতা ইবরাহীম আ:এর মতো বলছি :-
"মাওলা,আমাদের মনকে বাবা ইবরাহীম আ:এর মতো নিশ্চিত ও তুষ্ট করনার্থে বর্তমান নমরুদ,ফিরআউন,আদ, সামুদ ও লুতের সম্প্রদায়ের অনুসারী,আমেরিকা,ইসরাঈল,ইউরোপ,আরব ও অনারব তাগুতদের নির্মূল করে আপনার ভূমন্ডলে আপনার তাওহীদের দ্বীনের উপর গোটা মানব জাতিকে একত্রিত করার মানসে আমাদের,আপনার হেদায়াতের ঈমাম "ঈমাম মাহদী"দান করুন, যার ইমামতিতে আমরা বিশ্বের সকল কুফর,শির্ক,ফাসাদ ও সাফাকুদ্দিমার হোতা ইয়াহুদী,খৃষ্টান ও তাদের সেবাদাস নামধারী মুসলিম মুশরিক শাসকদের অপবিত্র শাসন,শোষণ ও দাজ্জালী থেকে বিশ্বকে ইবরাহীম ও মুহাম্মদী তাওহীদ দিয়ে পবিত্র্র করে বিশ্বময় "ইমামতে ইবরাহীম ও মিল্লাতে ইবরাহীম" প্রতিষ্ঠা করতে পারি ।
# ইয়া আল্লাহ,আপনার হাতে সকল তৌফিক ও সকল ক্ষমতা।আপনি ক্ষমতার উতস,সকল ইজ্জত আপনার ও আপনার রাসুলদের,এবং আপনার ঈমানদার বান্দাদের ।আপনি ক্বসম করেছেন "ফজরের,দশ রাত্রির ও জোড় বেজোড়ের"।আপনার এ ক্বসমের মধ্যে,এ ক্বসমের সাথে আমরাও একাত্ম হয়ে আপনার সাহায্য কামনা করছি ।আপনার চাদের বছরের শেষ মাস,জিলহজ্জ । এ মাসের প্রথম দশ দিন ও দশ রাত্রে আপনার সৈনিকরা আপনার ক্বাবাহ্ মক্কাহ্ ও মশায়েরে জমা হয়ে আপনার খলীল ও আপনার হজ্জ পালন করতে সমবেত হয় । কিন্তু হায়- মাবুদ, আপনার দ্বীনের ইমামত দুনিয়া থেকে নির্মূল নির্বাসিত
# ইয়া আল্লাহ আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের দাতা ও একমাত্র শক্তির উতস, আপনি আমাদের জিলহজ্জের দশ ও আপনার বর্ষ শুরুর মুহাররামের প্রথম দশ দিনের মধ্যে আপনার অপরিবর্তনীয় সুন্নতের উপর বিশ্বে তাওহীদের বিপ্লবের সূচনা ও সম্পাদনের তৌফিক দান করুন । যেমন জিলহজ্জে আপনি আপনার সৈনিকদের বিশ্ব সমাবেশ ঘটার বিধান করেছেন, তদরুপ আপনি মুহাররমের প্রথম দশ দিনে বিশ্ব সৃষ্টি থেকে আরম্ভ করে বিশ্বের তাগুতদের ধ্বংস, ও আপনার খাটি বান্দাদের ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন । আপনার কেয়ামত ও আপনি এর মধ্যে সংঘঠিত করবেন।
#ইয়া রাব্বানা, ইয়া মাওলানা, আপনি আমাদের ক্বালবে আপনার হাতে ''আল্ ঈমান'' অঙ্কিত করে আপনার ইমামের সৈনিকরুপে আমাদের কবুল করুন, এবং আমাদেরকে আপনার ''রুহ্''ঈসা ইবন্ মারিয়াম কে দিয়ে ''পৃথিবীর দাজ্জাল'' সম্মিলিত ইয়াহুদী-খৃষ্টান ও তাদের কৃতদাস, নামধারী মুসলিম শাসকদের উপর বিজয় দান করে আপনার তাওহীদ প্রতিষ্ঠার তৌফিক দান করুন ।আমরা আপনার উপর তুষ্ট, আপনিও আমাদের উপর তুষ্ট হউন । আমাদের আপনার দল ''হিযবুল্লাহ্''রুপে গড়ে নিন, যে ''হিযবুল্লাহ্'' আপনার সাহায্যে বিজয়ী হবে ।আমীন ইয়া রাব্বাল আলামীন ।
#ইয়া আল্লাহ্, বাবা আদম থেকে শেষ নবী মুহাম্মদ স: পর্যন্ত সকল নবী রাসুলদের নিকট আমাদের সালাম ও দরুদ পৌছে দিন, আমরা তাদের মধ্যে কোন পার্থক্য করিনা, করবোনা, যা শুনলাম, তা মানলাম ।আমাদের ত্রুটি বিচ্যুতি মাফ করে দিন, আমরা আপনার নিকট ফেরত আসছি । সব শেষে আমাদের প্রার্থনা ''সকল হামদ্ শুধু একমাত্র আপনার '' ইয়া রাব্বাল আলামীন, আমীন ।
বিষয়: বিবিধ
১২১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন