জাতীয় পতাকা
লিখেছেন লিখেছেন আমজনতা২০১৩ ১৭ জুলাই, ২০১৩, ১১:৫৯:৩৩ রাত
ঘৃণা জানাই বর্তমান বিরোধীদলের রাজনৈতিক দূর্বৃত্তদের যারা নিজামি,মুজাহিদের মত মিরজাফরদের গাড়ীতে শহীদের রক্তেভেজা পতাকা তুলে দিয়ে ৩০ লক্ষ্ শহীদ আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল ।আরো ঘৃণা জানাই তার সাথে এক মঞ্চে বর্তমান প্রধানমন্ত্রী আন্দোলন করছিল বলে. একই সাংবাদিক সম্মেলন থেকে আন্দোলনের ঘোষণা দিয়েছিল বলে...
ক্ষমতার লোভে সবাই তাদের কাছে টেনে নিয়েছে....এই দুই দল তবে কি এ জাতির সাথে ,সিরাজুদ্দীন হোসেন, আলতাফ মাহমুদ বা বদি, রুমী, অধ্যাপক জি সি দেব,ড.মনিরুজ্জামান,মুনির চৌধূরী বা ড. জোতির্ময় গুহঠাকুরতার আত্তত্যগের সাথে বিশ্বাসঘাতকতা করে নি?
বিষয়: বিবিধ
৯৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন