শহর ঢাকা..............মায়াবী শহর !

লিখেছেন লিখেছেন আমজনতা২০১৩ ১৬ জুলাই, ২০১৩, ০৫:২২:৪৯ বিকাল

আকাশে মেঘ দেখে ভয় হয়।আগে বৃষ্টি হলে ভাল লাগতো,আর এখন বিরক্তি লাগে।কারন বাসার গেট থেকে বের হলেই ভাঙ্গা ভাঙ্গা পিচ ঢালাই রাস্তা ।তাতে কাদাঁর সমুদ্র।প্রতিদিন একটা করে প্যান্ট ধুতে হয়। আমার বাসা থেকে ২ কদম হাটলেই সিটি করপোরেশনের ডাস্টবিন।অসহ্য দুর্গন্ধ।পুরো শহরটার খন্ড চিত্র এটা ! তার সাথে আছে অসহ্য গরম আর অসহ্য লোডশেডিং।যাত্রাবাড়ীর জ্যমে পরলে তো কথাই নেই...পুরো দিন পার।ওয়াসার পানি খেলে মনে হয় যেন বেহেস্তি সরবত খাচ্ছি !ভাঙ্গাচোরা রাস্তায় রিক্সায় বসে যেই ঝাকি খাই তাতে বাসায় ফিরে কিছু খাওয়ার ইচ্ছে থাকে না।যাত্রাবাড়ী থেকে ঢেমড়া ঘাট যেয়ে এসে ধুলার কারনে নিজেকে চিন্তে কষ্ট হয়।এমনিই এক অসহ্য শহর এই ঢাকা ! তবুও যদি আবার আমার আরেকবার জন্ম নেওয়ার সুযোগ হয় ...আমি এই অসহ্য শহরের এক অসহ্য গলির সেই মায়াবী ঘরটিতেই জন্ম নিতে চাইবো ...!

বিষয়: বিবিধ

১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File