ভারত যে কারণে বাংলাদেশের নির্বাচন ও আভ্যন্তরীন বিষয় নিয়ে বহি:বিশ্বের সাথে আলোচনায় লিপ্ত।
লিখেছেন লিখেছেন স্বাধীন ভাষী ১৮ নভেম্বর, ২০১৩, ১১:১৭:৫২ সকাল
ভারত যে ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে নামে মাত্র সহায়তা করেছিল তার উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে পাকিস্তানকে বিতাড়িত করে নিজেদের আধিপাত্য স্থাপন করা। তারই অংশ হিসেবে ৭১ সার পরবর্তী আজ পর্যন্ত চক্রান্ত করে যাচ্ছে।
তাদের দেশের মধ্যে বাংলাদেশে মত একটা ছোট্ট দেশ দাপট দেখাবে তা তাদের মোটেও কাম্য নয় এবং সহ্যও করতে পারে না। তারা বাংলাদেশকে তাদের অঙ্গরাজে পরিণত করতে চায়।
সেই চক্রেন্তের অংশ হিসেবে হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসা। কিন্তু মেয়াদ শেষ হয়ে যাবার পর পরই তারা হাসিনা সরকারকে ক্ষমতায় রাখার জন্য উঠেপড়ে লেগেছে। কারণ তাদের চক্রান্ত বাস্তবায়নের জন্য হাসিনা তাদের প্রধান হাতিয়ার।
সুতরাং হাসিনার দিক থেকে তারা কোন প্রতিরোধ পাবে না। সে কারণে ভারত বাংলাদেশের ব্যাপারে নাক গলাতে পারছে। সে জন্যই তারা বাংলাদেশে ব্যাপারে আমিরিকা ও চীনসহ অন্যান্য দেশের সাথে আলাপ করে তাদের পক্ষে আনার জন্য অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভারত জানে যে, তারা বিগত ৪০ বছর ধরে যে নীল নকশা করে আসছে তা যদি এবার ভেস্তে যায় তাহলে আগামী আরো ৪০ বছরেও তারা তাদের এ অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না। সে কারণেই তারা হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনার জন্য উঠেপড়ে লেগেছে।
তারা চায় যেকোন প্রকারে হাসিনাকে ক্ষমতায় আনতে এবং বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করতে। আর বর্তমান হাসিনা তাদের সেই নীল নকসা বাস্তবায়নের প্রধান হাতিয়ার...!!
বিষয়: রাজনীতি
১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন