সন্তান হয়ে বাপের বিচার....!!!
লিখেছেন লিখেছেন স্বাধীন ভাষী ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ০১:১৪:২৭ দুপুর
রিকসাতে করে যাচ্ছি, হঠাৎ কথা প্রসঙ্গে রিকসা ওয়ালা বললো যে, আওয়ামী লীগের সকলে নাকি গোলাম আযমের সন্তান। আমি ব্যাখ্যা চাইলাম কিভাবে ভাই ?
সে বললো......,
আওয়ামী লীগের অভিযোগ গোলাম আযম ৭১ সালে ৩০ লক্ষ মা-বোনের ইজ্জত লুন্ঠন করেছে। যদি তাই করে থাকে তাহলে এখন বর্তমান আওয়ামী লীগের সবাই গোলাম আযমের সন্তান।
বললাম কেন........????
সে বললো,
৭১ সালে গোলাম আযম নিশ্চয় তার বিরোধী দের মা-বোনেরদের ইজ্জত লুন্ঠন করেছে। তাতে তো কোন সন্দেহ থাকার কথা নয়। কারণ নিজের দলের লোকেদের তো আর ক্ষতি করতে পারে না। তাছাড়া সব তো করছে নিজের দলের লোকদের সাথে নিয়া।
আর গোলাম আযমের বিরোধী দলতো আওয়ামী লীগ যা আওয়ামীলীগ নিজে মুখেই বলে। সুতরাং স্বাভাবিক ভাবেই আওয়ামী লীগের সমর্থক (বর্তমান আওয়ামী প্রজন্ম) গোলাম আযমের সন্তান হবে তাই না......!
আমি তার কথার যুক্তিতে বেশ আশ্চযান্বিত হলাম। ভাবলাম একজন রিকসাওয়ালাও যদি এ ধরনের ধারনা পেষন করে তাহলে আজ সেই সন্তানরাই বাপের বিচার নিয়ে নাচানাচি করতাছে। কি জানি....!
আওয়ামী লীগ আর কোথায় যাবে, আমার তা বুঝে আসে না......!!
বিষয়: রাজনীতি
১৫৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন