রমজানের রোজা রাখায় অনিহা আজকের যুবসমাজের.......

লিখেছেন লিখেছেন স্বাধীন ভাষী ২৪ জুলাই, ২০১৩, ০২:২১:৪৬ দুপুর

/

সেদিন মেসের এক ছোট ভাইরে দেখলাম ফোনে বলছে যে রোজা রাখি না। কষ্ট হয়ে যায়।

আমি একটু অবাক হলাম। মনে মনে বললাম হায়রে যুবসমাজ। এ পর্যন্ত একটাও রোজা সে রাখে নাই। তার মনে এ সম্পর্ক কোন চিন্তাও নেই।

গতরাতে আমি বললাম, কি ভাই রোজা রাখেন না যে, উত্তরে বললো, ভাই, সারাদিন দৌড়াদৌড়ি করতে হয়। রোজা রাখতে কষ্ট হয়ে যায়।

আমি বললাম এটাই তো আল্লাহর পরীক্ষা। আল্লাহ জানে তার বান্দারা সারাদিন দৌড়াদৌড়ি, কাজ, ছোটাছুটিতে ব্যস্ত থাকবে। তারপরও তো রোজা ফরজ করেছে। এর মধ্যে যারা সফল হবে তারাইতো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে।

বললাম, ভাই, আমি আমার জন্য বলছি না। এটা করলে অবশ্যই আপনার ভালো হবে। অন্তত আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা উছিলা তো তৌরী হলো। বলতে পারব যে, আল্লাহ, রোজা রেখেছিলাম, নামাজ পড়েছিলাম, হয়তো তার অধিকাংশই সঠিকভাবে আদায় করতে পানি নাই, কিন্তু তোমার ভয়ে তো করেছিলাম, অন্তত সে উছিলায় আমাকে মাফ করে দাও।

আর এক বড় ভাই সেদিন বললো যে, আমি শেষ কবে রোজা রাখছি তা আমি জানি না। রোজা রাখার রেকর্ড নাকি তার নেই.....!!! আমি তো পুরা হতবাক হয়ে গেলাম। প্রতি উত্তরে কিছু বলার পাচ্ছিলাম না। তার বাসা থেকে নাকি কখনো তাকে রোজা রাখার জন্য চাপ বা তাগিদও কখনো দেয়া হয় না....!!

ভাবুন তো আমরা কোথায়....??

বিষয়: বিবিধ

১৪৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File