দেশটাকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে আপনি যতই আন্দোলন থেকে দূরে থাকুন না কেন, লীগেরা আপনাকে ..

লিখেছেন লিখেছেন বেদনা মধুর ১১ মে, ২০১৬, ০৮:৫৬:৫২ রাত

দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচানোর জন্য আপনারা আন্দোলন থেকে যতই দূরে থাকুন না কেন? লীগেরা আপনাদেরকে দূরে থাকতে দিবে না। প্রয়োজনে ঘরে ঘরে ঢুকে আপনাদেরকে হত্যা করা হবে। লীগের এক মন্ত্রী তা বলেছেনও।

তারপরেও যদি আন্দোলনে না নামেন তাহলে আল্লাহ ও আল্লাহর রাসুল সঃকে গালি দিয়ে হলেও আপনাকে রাস্তায় নামাবে। সেটা ইতিমধ্যেই লীগেরা দেখিয়েছে।

তারপরেও যদি আপনি আন্দোলন না করেন তাহলে স্কুল থেকে হিজাব পরা মেয়েদেরকে বের করে দেবে। সেটাও লীগেরা করেছে।

তবুও যদি আন্দোলনে না নামেন তাহলে আপনাদের নেতাদেরকে ধরে ধরে জেলে ঢুকাবে। আর ফাঁসি দেবে। লীগেরা সেটাও করেছে।

তারপরেও যদি আপনারা আন্দোলন না করেন তাহলে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখার বিধান তুলে দেবে। লীগেরা সেটাও করেছে।

তারপরেও যদি আপনারা আন্দোলন না করেন তাহলে জামাত আর বি এন পির নেতাকে একই দিনে ফাঁসি দেবে। লীগেরা বলতে চাচ্ছে যে একা যদি আন্দোলনে নামতে সাহস না পাও তাহলে দুই দল মিলেই নামো। লীগেরা সেটাও করেছে।

তারপরেও যদি আন্দোলন না করেন তাহলে সংবিধান থেকে ইসলামের নাম-গন্ধ মুছে দেয়ার ঘোষণা দেবে। এক লীগমন্ত্রী সেই ঘোষণা দিয়েছেনও।

তারপরেও যদি আন্দোলন না করেন তাহলে স্কুলের পাঠ্যবই থেকে ইসলামী শিক্ষা তুলে দিয়ে তাতে হিন্দুধর্মশিক্ষা যোগ করবে। লীগেরা সেটাও করেছেও।

তারপরেও যদি আন্দোলন না করেন তাহলে ইসলাম ও মুসলমানদেরকে বিশেষ করে দাড়ি টুপি ওয়ালাদেরকে জঙ্গি অপবাদ দিয়ে হয়রানী করবে। লীগেরা তাও করছে।

তারপরেও যদি আন্দোলন না করেন তাহলে লীগেরা মাদ্রাসা মসজিদে নজরদারীর নামে মুসল্লিদেরকে হয়রানী করবে। লীগেরা তাও করছে।

তারপরেও যদি আন্দোলন না করেন তাহলে লীগেরা বলবে যে মসজিদ মাদ্রাসা বন্ধ না করলে অরাজকতা থামবে না। লীগেরা তাও বলেছে।

তারপরেও যদি আন্দোলন না করেন তাহলে লীগেরা কোরান শরিফের উপর পা দিয়ে ছবি ফেসবুকে আপলোড করবে। লীগেরা সেটাও তারা করেছে।

তারপরেও যদি আন্দোলন না করেন তাহলে লীগেরা পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উস্কানী দিয়ে হলেও আপনাকে রাস্তায় নামতে বাধ্য করবে। তারা সেটাও করেছে।

তারপরেও যদি আন্দোলন না করেন, তাহলে লীগেরা বলবে ধর্মকর্ম করতে চাইলে সৌদি আরব চলে যাও। লীগেরা তাও বলেছে।

তারপরেও যদি আন্দোলন না করেন তাহলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে হলেও আপনাকে যুদ্ধে নামতে লীগেরা বাধ্য করবেই করবে।

তবে দেশকে বাঁচানোর পথ এখনো আছে। তা কী?

আরেক দিন বলব ইনশা আল্লাহ্‌।

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368751
১১ মে ২০১৬ রাত ০৯:০২
মুক্তির মিছিল লিখেছেন : আপনার সেই আরেক দিন বলার আপেক্ষায় আছি!........
১১ মে ২০১৬ রাত ০৯:০৪
306058
বেদনা মধুর লিখেছেন : দেখা যাক। ইনশা আল্লাহ্‌। ধন্যবাদ।
368755
১১ মে ২০১৬ রাত ১০:২৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : যতই বুদ্ধি আটান না কেনো লীগের কাছে সব বুদ্ধিই ফেইল।
১১ মে ২০১৬ রাত ১১:২৫
306062
বেদনা মধুর লিখেছেন : বুদ্ধি একটা আছে, যে বুদ্ধির কাছে লীগ শুধু নয় দাদারাও ফেল মারতে বাধ্য।
সাথেই থাকুন। ধন্যবাদ।
368761
১২ মে ২০১৬ রাত ১২:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আজকে চট্টগ্রামে সামান্য একটু প্রতিবাদে আওয়ামি লিগ এর যা অবস্থা দেখলাম তাতে মনে হয় আন্দোলন এর এখনই সময়।
১২ মে ২০১৬ রাত ০২:৫৭
306069
বেদনা মধুর লিখেছেন : লীগেরা করছে যুদ্ধ আর অন্যরা করছে আন্দোলন। এই অবস্থায় বিজয় সম্ভব নয়। লীগেরা যুদ্ধ করলে অন্যদেরকেও যুদ্ধ করতে হবে। আর লীগেরা যুদ্ধ ছাড়া ক্ষমতা কখনো ছাড়বে না।
ধন্যবাদ।
368793
১২ মে ২০১৬ রাত ০৪:৪৭
শেখের পোলা লিখেছেন : তার পরেও যদি তাদের সেবা দিয়ে চলেন তবে তার জন্যই তৈরী হন।
১২ মে ২০১৬ সকাল ০৬:১৩
306088
বেদনা মধুর লিখেছেন : বুঝলাম না। একটু পরিস্কার করে বলুন দয়া করে।
368840
১২ মে ২০১৬ বিকাল ০৫:০৪
হতভাগা লিখেছেন : ১৯৯৫-৯৬ তে এই জামায়াতীরাই আওয়ামী লীগকে তত্ত্বাবধায়কের ফর্মুলা দিয়েছিল।

এরা কি একটুও মাথা খাটায় না কোন কাজে ?
১২ মে ২০১৬ বিকাল ০৫:৩০
306143
বেদনা মধুর লিখেছেন : চিন্তার বিষয়।
১৪ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৮
306302
হতভাগা লিখেছেন : চিন্তা করতে থাকেন , হুক মারবেন নাকি ডাক করবেন । অলরেডি ৬ উইকেট পেয়ে গেছেন হাসুবু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File