সাহায্য প্রার্থনামূলক পোষ্ট, জানা থাকলে বলবেন একটু প্লিজ

লিখেছেন লিখেছেন বেদনা মধুর ২০ মে, ২০১৪, ০২:১৩:৩৩ রাত

কেও যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তাহলে দেশের আইন অনুযায়ী তাকে কি কি কাজ করতে হয়?

এফিডেভিট করতে হয় কি না? তা কিভাবে করে?

একটি মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তবে বাস্তবে নয়। গল্পে। একটি গল্প লিখার চেষ্টা করছি।

কয়েক ঘণ্টা আগেও এই পোষ্ট দিয়েছিলাম। কেও কিছু জানাতে পারল না। আবার দিলাম। কেও যদি জানেন একটু বলবেন দয়া করে।

বিষয়: বিবিধ

১৪৬০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223571
২০ মে ২০১৪ রাত ০২:২০
শাহ আলম বাদশা লিখেছেন : ভাই আগে আলেম ডেকে ঈমান আনা ও নাম রাখার পর নোটারী পাবলিক নামের উকিলের কাছে গিয়ে এফিডেভিট করতে হবে।

আর পত্রিকায় একটা বিজ্ঞাপন দিতে ঘোষণামূলক যে, আমি মুসলিম হয়েছি এবং এক্ষণ থেকে আমার নাম অমুক। বিবাহ হয়ে থাকলে স্বামীর কথাও দিতে হবে। ব্যস

এরপর চেয়ারম্যান, অসিকে কপি দিলে আরো ভাল
২০ মে ২০১৪ রাত ০২:৩৩
170897
বেদনা মধুর লিখেছেন : ও আচ্ছা। ভাল লেগেছে। এইসব ঝামেলাতে দুই এক দিন পরেই যাই। আগে পারিবারিক বা সামাজিকভাবে একটি অনুষ্ঠান করে নায়িকাকে মুসলমান বানিয়ে মুসলমান ছেলের সাথে বিয়েটা করিয়ে দেই। সেখানেই যেহেতু গল্প শেষ হয়ে যাচ্ছে তাই আইনি কাজকর্মগুলোর উল্লেখ না থাকলেও চলবে। কি বলেন?
২০ মে ২০১৪ রাত ০২:৩৫
170898
বেদনা মধুর লিখেছেন : পাড়ার মসজিদের ইমাম সাহেবকে দিয়ে কলেমা পড়িয়ে নেয়া হবে।
তারপর নোটারী পাবলিক নামের উকিলকেও সেখানে ডেকে আনলে কেমন হয়? একটু জানাবেন।
২০ মে ২০১৪ রাত ০২:৪৭
170899
শাহ আলম বাদশা লিখেছেন : উকিল সাহেব যদি আসতে চায় তবে
223687
২০ মে ২০১৪ দুপুর ১২:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গল্পে গল্পকার ইচ্ছা করলে হাতিকে উড়িয়ে দিতে পারে।
২০ মে ২০১৪ দুপুর ০২:০৭
171038
বেদনা মধুর লিখেছেন : হুম্ম ঠিক বলেছেন। তবে বাস্তবভিত্তিক গল্প লিখতে চাচ্ছি। আপনার কথাও ঠিক আছে। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File